ডেস্ক: ‘মি টু’ ক্যাম্পেন শুরু হয়েছিল হলিউডে। সর্বপ্রথম হলিউডে এক জনপ্রিয় অভিনেত্রী এই বিষয় নিয়ে মুখ খোলেন। তারপর একে একে হলিউড থেকে বলিউড সবাই মুখ খুলেছেন এই যৌন হেনস্থা নিয়ে। বলিউডে রাধিকা আপ্তে,বিদ্যা বালন,ডেজি ইরানি প্রমুখ অনেকে মুখ খুলেছেন এর আগে। সেই তালিকায় নাম জড়াল ঐশ্বর্য রাই বচ্চনের নাম। তিনি বলেন হলিউডের বিখ্যাত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন নাকি তাঁকে কাছে পেতে চেয়েছিলেন। তাঁর জন্য নাকি বেশ মোটা অঙ্কের টাকাও দিতে রাজি হয়েছিলেন ওই প্রযোজক। কিন্তু সে পথে জাননি ঐশ্বর্য। তাঁকে কাছে পাওয়ার সব চেষ্টায় বৃথা হয়ে যায় হার্ভের।
সূত্রের খবর, ঐশ্বর্যকে বাগে আনতে অনেক চেষ্টা করেছিলেন হার্ভে কিন্তু কিছুতেই তিনি সফল হননি। এই বিষয় নিয়ে ঐশ্বর্য জানান। মহিলাদের যেন কোনওভাবে যৌন হেনস্থার শিকার না করা হয় তেমন ঘটনার সম্মুখীন না হতে হয় সেই জন্য সোশ্যাল মিডিয়ায় বেশি করে প্রচার চালাতে হবে যাতে সমাজের সর্বস্তরে প্রতিটি মানুষ এই বিষয় নিয়ে ভাবেন। নারীদের সন্মান বাঁচাতে এমনই উদ্যোগ নিতে হবে সবাইকে এমনটাই জানিয়েছেন ঐশ্বর্য।