kolkata bengali desk

তিয়াষা গুপ্ত: আবার রুটিনে ফেরা৷ কয়েকটা দিনের বেহিসেবি জীবন থেকে আবার রোজকার ছন্দে ফেরা৷ উত্সব মুখর বাঙালি কয়েকটা দিন সব হিসেব ওলট পালট করে মেতে উঠেছিল পুজোর আনন্দে৷ প্রচণ্ড সিরিয়াস মেয়েটাও কয়েকটা দিনের জন্য ফাঁকিবাজ হয়ে উঠেছিল৷ অনেক না বলা কথা বাঙময় হল৷ অনেক প্রেম নতুন অধ্যায় লিখে দিল এই পুজোর প্যান্ডেলে প্যান্ডেল৷ আজ একরাশ মনে খারাপের দিস্তা নিয়ে উমা বিদায়ের পালা৷

প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব৷ উৎসব শেষে বিষাদের সুর ৷ মণ্ডপে-মণ্ডপে সকাল থেকে চলছে সিঁদুরখেলা, মিষ্টিমুখ৷ চলছে শুভেচ্ছা বিনিময়৷ কৈলাসে ফিরবেন উমা। অপেক্ষা আরও এক বছরের৷ বিকেল থেকে গঙ্গায় শুরু হবে প্রতিমা বিসর্জন৷ শোভাযাত্রা করে পরের পর প্রতিমা হবে বাবুঘাটমুখী৷ ভাসানের সন্ধ্যায় ঢাকের বোলেও যেন বিষাদের সুর৷ প্যান্ডেলে টিমটিম করে জ্বলতে থাকা একা প্রদীপ কতকিছুরই না সাক্ষী৷ ‘দশমী’ কথাটির প্রাসঙ্গিক তাৎপর্য সহজবোধ্য। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে দেবী কৈলাস পাড়ি দেন। সেই কারণেই ‘বিজয়া দশমী’ নাম। কিন্তু এই দশমীকে ‘বিজয়া’ বলা হয় কেন, তার পৌরাণিক ব্যাখ্যা খুঁজতে গেলে একাধিক কাহিনি সামনে আসে। পুরাণে মহিষাসুর-বধ সংক্রান্ত কাহিনিতে বলা হয়েছে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। শ্রীশ্রীচণ্ডীর কাহিনি অনুসারে, আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে দেবী আবির্ভূতা হন, এবং শুক্লা দশমীতে মহিষাসুর-বধ করেন। বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে।

দেশজুড়ে সন্ধ্যায় পালন হবে দশেরা ও বিজয়া দশমী৷ দেশের বিভিন্ন প্রান্তে শুভকামনায় হবে অসুর বধ ৷ দুই বাংলার সম্প্রীতি বন্ধনে ইছামতি নদীবক্ষে বিসর্জন ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ নদীবক্ষেই আতসবাজি প্রদর্শনী ৷ সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here