kolkata bengali news

তিয়াষা গুপ্ত: বৃষ্টির বাউন্সারকে নো পরোয়া, সকাল থেকে ফুল মুডে জনতা৷ আজ মহাঅষ্টমী৷ আমন্ত্রণ, অধিবাস, নবপত্রিকা স্নান ও চক্ষুদানের মধ্য দিয়ে যে উত্সবের সূচনা, আজ তা মধ্যগগণে৷ সকাল বেলা রাস্তায় বেরিয়েই কানে আসে পুষ্পাঞ্জলি মন্ত্রের উদাত্ত উচ্চারণ৷ মাইকে বারবার ঘোষণা৷ অঞ্জলি শুরু, চলে আসুন মণ্ডপে৷ আজই তো সুযোগ৷ ফুল হাতে তুলে দেওয়ার ছলনায় একটু ভালো করে দেখা নেওয়া চোখে চশমা আঁটা সিরিয়াস মেয়েটার দিকে৷ কপাল ভালো থাকলে আলাপ হয়ে যেতে পারে৷ এমনকী এক ফ্রেমে সেলফি৷ মনের কোণে এই ফ্রেম যেন স্থায়ী হয়ে থেকে যাবে৷ আর মা দুর্গা সহায় হলে বিকেলে প্যান্ডেল হপিং৷ অষ্টমী পুজোর মূল আকর্ষণ কুমারী পুজো৷

kolkata bengali news

প্রতি বছরের মতো এ বারেও মহাষ্টমীতে সাড়ম্বরে কুমারী পুজো হল বেলুড় মঠে। ‘সুভাগা’ রূপে পুজো করা হবে এক নাবালিকাকে। বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। সারদা দেবীর নামে দুর্গাপুজোর সঙ্কল্প করা হয়েছিল। সেই প্রথা মেনে এখনও চলছে সেই পুজো। প্রথম বর্ষেই ন’জন কুমারীকে একসঙ্গে পুজো করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাদের মধ্যে এক জনকে নিজের হাতে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ।

প্রথা মেনে প্রতি বছর মহাষ্টমীতে বেলুড় মঠের মূল মন্দিরে আত্মারামের কৌটো বার করে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মহাস্নান করানো হয়েছে। রবিবার সকালে বেলুড় মঠের মূল মন্দিরের পাশে পুজোর মণ্ডপে কুমারী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। পরে দর্শনার্থীর মধ্যে ভোগপ্রসাদ বিতরণ করা হয়। সকাল থেকে বেলুড় মঠে ভক্ত সমাগম ৷ আজ কয়েক লক্ষ ভক্ত সমাগম হবে বলে দাবি বেলুড় মঠ কর্তৃপক্ষের ৷ স্থলপথে-জলপথে কড়া নজরদারি চালানো হয়৷ স্পিডবোটে জলপথে নজর পুলিশের৷ বেলুড় ছাড়াও দেশের নানা প্রান্তে রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী পুজো হয় সাড়ম্বরে৷

বৃষ্টির আশঙ্কা ছিলই৷ তাই অষ্টমীর সকালে রোদ ঝিলিক দিতেই পথে নেমে এসেছে শহর৷ কেউ কোনও রিস্ক নিচ্ছেন না৷ মেগা পুজোগুলো সকাল থেকে উপচে পড়া ভিড়৷ বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই৷ দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here