kolkata bengali news, akshay

মহানগর ওয়েবডেস্ক: চলছিল শ্যুটি। ছবির শ্যুটিং শেষ করেই ঘাটকোপার থেকে ভারসোভার উদ্দেশে রওনা দিলেন অক্ষয়। সঙ্গী ছিলেন ‘গুড নিউজ’-এর পরিচালক রাজ। হঠাৎ কেন ভারসোভা যাওয়ার চিন্তাভাবনা করলেন অভিনেতা-পরিচালক? পুরো বিষয়টি খুলে বললেন অক্ষয়। অভিনেতা বলেন, ‘আজকের দিনে মেট্রো দ্রুততম যান। খুব সহজেই কম সময়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। যেমনটা আমরা করলাম। ঘাটকোপার থেকে ভারসোভা যেতে ২ ঘণ্টা লাগে কিন্তু মেট্রোর সাহায্যে আমাদের যাত্রাটা আরও সহজ হয়ে গেল। ২০ মিনিটেই পৌঁছে গেলাম ভারসোভায়।’

সোশ্যাল মিডিয়ায় অক্ষয় একটি ভিডিয়ো শেয়ার করলেন। অভিনেতা বলেন, ‘মেট্রোতে যাত্রা করলাম। ঘাটকোপার থেকে ভারসোভায় নিমিষের মধ্যে পৌঁছে গেলাম। গাড়িতে গেলে যেখানে ২ ঘণ্টা সময় লাগত, মেট্রো কিন্তু ২০ মিনিটেই পৌঁছে দিয়েছে। যদিও মেট্রোতে যাওয়ার কথা বলেছিলেন আমাদের পরিচালক রাজ। তাঁর সুপারিশেই যাওয়া হল। আমি বলেছিলাম, ‘এত ভিড়ে কীভাবে যাব’। তিনি বললেন, ‘চলো যাই।’ এরপরে আরও একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। ভিড় এড়িয়ে একটা কোণে দাঁড়িয়ে গোটা ঘটনা তুলে ধরলেন অনুরাগীদের সঙ্গে। তিনি বললেন, অসাধারণ!! তাড়াতাড়ি চলে গেলাম। ২০ মিনিটে ভারসোভা ভাবাই যায় না।’

 

মেট্রোর সম্প্রসারণের জন্য প্রায় ২৭ হাজার গাছ কেটে ফেলা হবে বলে জানায় বৃহৃমুম্বই পুরনিগম। খবর সামনে আসাতেই অ্যারো বাঁচাও কমিটির সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে, মেট্রোর সম্প্রসারণের কাজকে সমর্থনকে করে অমিতাভ বলেন,’আমার যারা বন্ধু আছেন তারা সবাই এই কাজে একত্রিত হন। কারণ, যাতায়াতের জন্য সবথেকে দ্রুততম যান হচ্ছে মেট্রো। আর দূষণের হাত থেকে রক্ষা পেতে বাড়ির বাগানে গাছ লাগাতে শুরু করে দিন। আমিও গাছ লাগাতে শুরু করে দিয়েছি।’ অভিনেতার এই মন্তব্যের পরই তাঁর বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে থাকে অ্যারো বাঁচাও কমিটির কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here