kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: নিঃসন্দেহেই বক্স অফিসের কিং অক্ষয় কুমারকে বলা যেতে পারে। অভিনেতার একের পর এক ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙেছে। ‘খিলাড়ি-‘র ‘মিশন মঙ্গল’ ছবিটি ২০০ কোটির ব্যবসা করে। তবে সাফল্যের আগে অভিনেতার প্রায় ১৪-১৫টি ছবি একেবারে ‘মার’ খেয়েছে বক্স অফিসে। আর এরপররেই কেরিয়ার শেষ হওয়ার ভয় পাচ্ছিলেন অক্ষয়।র

সম্প্রতি দিল্লির একটি স্পর্টস কমপ্লেক্স লঞ্চের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন তিনি। অভিনেতা জানান, ‘একটা সময় ছিল যখন আমার কেরিয়ারে অন্ধকার নেমে এসেছিল। ১৪-১৫টি ছবি পরপর ফ্লপ হয়ে যায়। সেই সময় অ্যামি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছিলাম। এই প্রশিক্ষণ আমাকে শৃঙ্খল হতে শিখিয়েছে। ১৫টি ছবি ফ্লপের পর যা কিছু শিখেছি সবকিছুই আজ কাজে লাগে।’

জীবনে আজ যা কিছু অর্জন করেছেন তাতেই সন্তুষ্ট বলিউডের ‘খিলাড়ি’ কুমার। যে স্বপ্ন তিনি দেখেছেন তা পূরণ করতে সফল হয়েছেন অভিনেতা। অক্ষয় বললেন, ‘আমি ব্যাংককের একটি ধাবায় কাজ করতাম। খাবার পরিবেশন থেকে শুরু করে সমস্তকিছুই নিজে হাতে করতাম। আমার রুমে তিনজনের পোস্টার ছিল। স্টিলভেস্টার, জ্যাকি চ্যান এবং শ্রীদেবীর। আমার কেরিয়ারে তিনজনের সঙ্গে কাজ করেছি। আমার বাকেট লিস্টে যা ছিল সবটাই পূরণ হয়েছে। আক্ষেপ করার কোনও জায়গা নেই।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here