ডেস্ক: অভিনয় নিয়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন আলিয়া ভাট। তাঁর একটি নিজস্ব জনারের দর্শক তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত সিনেমা ‘রাজি’ বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। আলিয়ার অভিনয়ও নজর কেরেছে দর্শকদের। ইতিমধ্যেই বলিউডে বহু ডেবিউ নায়িকার আইকন হয়ে গিয়েছেন আলিয়া। কিন্তু আলিয়াকে এবারে দেখা যাবে অন্যরূপে। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনিও এবার নাম লেখাবেন প্রযোজক হিসাবে। তিনি এক দৈনিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর প্রযোজক হওয়ার ইচ্ছা আছে। ভালো ভালো কিছু সিনেমা যদি থাকে তাহলে তাঁর উপর টাকা ঢালতে ইচ্ছুক আলিয়া।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন খুব শীঘ্রই টেলিভিশনেও দেখা যাবে তাঁকে। শুধু তাই নয় ডিজিটাল মিডিয়াতেও দেখা যাবে তাঁকে। এই কথা নিজেই জানিয়েছেন আলিয়া। বলিউডে নায়িকা হিসাবে প্রযোজক হয়েছেন অনুষ্কা শর্মা। সেই পথে এগোতে চলেছেন ক্যাটরিনাও। আলিয়ার কথা যদি সত্যি হয় তাহলে আগামী দিনে নতুন প্রযোজক হিসাবে উঠে আসতে পারেন আলিয়া। আপাতত আলিয়া ব্যস্ত তাঁর আগামী তিনটি সিনেমা নিয়ে। রণবীর সিং-এর বিপরীতে ‘গাল্লি বয়’ তে দেখা যাবে তাঁকে। তাছাড়াও বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কলঙ্ক’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। কয়েকদিন আগেই অয়ন মুখার্জীর সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ শুটিং সেরে ফিরেছেন আলিয়া। এই সিনেমায় তাঁকে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে। এই সিনেমাতেই অমিতাভ বচ্চনকে দেখা যাবে অভিনয় করতে।