news bengali

মহানগর ওয়েবডেস্ক: বাবা মহেশ ভাটের বয়স নিয়ে চিন্তিত মেয়ে আলিয়া ভাট। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী। চিকিৎসক মহলের পর্যবেক্ষণ, করোনা ভাইরাস মূলত ষাটোর্ধ ব্যাক্তিদের শরীরেই বেশি করে বাসা বাঁধে। আর এই রোগে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে যত জনের তাদের মধ্যে সংখ্যাটা বেশি বয়স্কদের। সে কারণেই একটু বেশি চিন্তিত আলিয়া, কারণ তার বাবা মহেশ ভাটের বয়স ৭০ বছর।

এক সাক্ষাৎকারে এই বিষয়ে আলিয়া জানিয়েছেন, ‘ওনার বয়স ৭০ বছর। তাই প্রত্যেক মুহূর্তে চিন্তা হয়, ভয় লাগে। সব সময় বাবাকে বলি, মুখে নাকে হাত দেবে না। বাবাকে বাড়িতে চোখে চোখেই রাখি।’

করোনা থেকে বাঁচতে আলিয়া আপাতত সেল্ফ আইসলেশনেই রয়েছেন। কিন্তু কিভাবে তিনি দিন কাটাচ্ছেন? সেই বিষয়ে ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘সারাদিন নানা কাজ নিয়ে ব্যস্ত থাকি। প্রচুর বই পড়ছি, আর সিনেমা দেখছি। দিনে তিনটে করে বই পড়ে ফেলছি। আর লেখালেখিও করছি কিছুটা।’

গতকালই অভিনেত্রী করোনা মোকাবিলায় প্রতিশ্রুতি দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ড ও মহারাষ্ট্রের মুখমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেবেন করোনা মোকাবিলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here