Home Featured এসএসকেএমে যৌন হেনস্থার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের

এসএসকেএমে যৌন হেনস্থার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের

0
এসএসকেএমে যৌন হেনস্থার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের
Parul

মহানগর ডেস্ক:  এসএসকেএমে যৌন হেনস্থার ঘটনায় এবার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্যভবন। যৌন হেনস্থার অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত চিকিৎসকদের স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ভবন।

যৌন হেনস্থার জন্য শুধু সাসপেন্ড জরুরি নয়। তাই স্বাস্থ্যভবন বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ। তবে এই বিচারবিভাগীয় তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। বিচার বিভাগীয় তদন্ত দীর্ঘ মেয়াদি। মাঝে মধ্যেই বিচারবিভাগীয় তদন্ত ধামাচাপা পড়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি এসএসকেএম হাসপাতালে সিসিইউ বিভাগের  ২৩ বছরের এক জুনিয়র চিকিৎসক তাঁর সিনিয়রের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে আসেন। ওই চিকিৎসক জানান, বিচার বিভাগীয় প্রধান সব জানতেন। কিন্তু সব জেনে তিনি চুপ ছিলেন। ঘটনার কথা প্রকাশ পাওয়ার পরেই চিকিৎসকদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here