corona news

মহানগর ওয়েবডেস্ক: চিনের পর করোনার সবচেয়ে খারাপ অবস্থা ইতালির। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। ফলে শেষ ৪৮ ঘন্টায় ইতালিতে মৃত্যু হল ৭০০ জনের। আর এর ফলে সেই দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ২,১৫৮ জনের।

গত বৃহস্পতিবার ইতালি সরকার জানিয়েছিল কোভিড-১৯ রোগে সেদেশে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তারপর এক সপ্তাহের মধ্যেই সেই সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। ইতালিতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২৭, ৯৮০। শেষ চারদিনে নতুন করে ১৫,১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ইতালিতে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেশের উত্তরাংশে, মিলান শহর ও তার আশেপাশে। দেশের অর্থনৈতিক রাজধানী সংলগ্ন অঞ্চলে ১,৪২০ জনের মৃত্যু হয়েছে, যা ইতালিতে মোট মৃতের সংখ্যার ৬৬ শতাংশ।

কিন্তু শেষ দুই দিনে তুরিন সংলগ্ন অঞ্চলে মৃতের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। শনিবার পর্যন্ত ওই অঞ্চলে ৮৭৩ জন করোনায় আক্রান্ত ও ১৯ জন মৃত বলে জানা গিয়েছিল। কিন্তু সোমবারে আক্রান্তের সংখ্যা ১,৫১৬ ও মৃতের সংখ্যা ১১১ হয়ে গিয়েছে। এছাড়া রাজধানী রোম সন্নিবর্তী লজিও প্রভিনসে ৫২৩ জনের করোনায় আক্রান্ত ও ১৯ জনের প্রাণ হারানোর খবর মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here