NEWS NATIONAL SPORTS

মহানগর ওয়েবডেস্ক: করোনার জন্য বিসিসিআই-এর কাছে আইপিএল আয়োজন করাটাই রীতিমতো চ্যালেঞ্জের। ভারত থেকে টুর্নামেন্ট সরে গিয়েছে মরুদেশ সংযুক্ত আরব আমিরশাহিতে।

এর মধ্যে আবার চিনা পণ্য বয়কটের জেরে টুর্নামেন্ট থেকে সরে গিয়েছে মূল স্পনসর ভিভো। বোর্ডের চাপ ক্রমাগত বেড়েই চলেছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে টাইটেল স্পনসরশিপের জন্য টেন্ডার ডাকা হবে। আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ভিভোর সঙ্গে বোর্ডের ৪৪০ কোটি টাকার চুক্তি ছিল। নিউজ এইটটিনের রিপোর্ট বলছে এই বিরাট অঙ্কের এক তৃতীয়াংশ টাকা পেলেও বিসিসিআই এই পরিস্থিতিতে উতরে যাবে। জানা যাচ্ছে বাইজু, আনঅ্যাকাডেমির পাশাপাশি স্পোর্টস ফ্যান্টাসি প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন ও মাই সার্কেল ইলেভেনও দরপত্র জমা দিতে পারে স্পনসরশিপের জন্য।

বিসিসিআই বলছে বাইজু যদি আইপিএলে জার্সি স্পনসরশিপের কথা ভেবে থাকে তাহলে সেটা দু’পক্ষের জন্যই জয়। একই ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক কোম্পানি যদি স্পনসর করতে এগিয়ে আসে সেক্ষত্রে সমস্যা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও সূত্রের খবর আলাদা আলাদা পার্টনার হয়েই তারা আইপিএলের সঙ্গে থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করা হচ্ছে ভিভোর পরিবর্তে টাইটেল স্পনসর হিসেবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন সবার আগে রয়েছে। কারণ আইপিএলের সঙ্গেই তারা উৎসবের মরসুমটাও ধরতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here