bengali news

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: বাজার দর আকাশ ছোঁয়া। এবছর শাক সবজির মূল্য বৃদ্ধির হার ষাট শতাংশ পেরিয়েছে বলে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য সব বিষয়ের মতো তিনি এই মূল্যবৃদ্ধির দায়ও কেন্দ্রের ওপরেই চাপালেন এদিন। কিন্তু শাক-সবজির দামের মতো স্থানীয় বিষয়ে যাবতীয় দায় কেন কেন্দ্রের হবে? রাজ্য সরকারের বা এ ব্যাপারে ভূমিকা কী? তা নিয়ে নীরব থেকেছেন অমিত বাবু।

রাজ্যের বাজেট প্রস্তুতিতে মঙ্গলবার শহরের বিভিন্ন বনিক সবার সঙ্গে নবান্নে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অর্থনীতির দূরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। কথা প্রসঙ্গে উঠে আসে বাজার দরের কথা। অমিত বাবু বলেন, ‘ অর্থনীতির সামগ্রিক অবস্থা শোচনীয়। জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে নেমে এসেছে। শাক সবজির দাম বেড়েছে ৬০.২ শতাংশ হারে। খুচরো বাজারদর আকাশ ছোঁয়া।’ এর পরেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, শাকসবজির দাম বাড়ার কারণ কী? এপ্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি কারণ বিশ্লেষণে যাচ্ছি না। তাহলে অর্থনীতির অনেক বিষয় এসে পড়বে। তবে শুধু শাক সবজি নয়, সমগ্র খুচরো বাজারেই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে।’ অর্থমন্ত্রী দায় এড়ালেও বাজারদর বাড়ার দায় রাজ্য সরকার এড়াতে পারে না বলে ওয়াকিবহাল মহলের অভিমত।

তাঁরা বলছেন, সামগ্রিক ভাবে মূল্যবৃদ্ধির কিছুটা আঁচ শাক সবজির বাজার দরেও পড়তেই পারে তবে মরশুমি স্থানীয় সবজির দাম আকাশ ছুঁলে তার দায় রাজ্য সরকারের ওপরেই বর্তায়। বিরোধীদের অভিযোগ প্রশাসন ফড়ে ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ না করতে পারার কারণেই কৃত্রিম ভাবে বাজারদর বাড়ছে শীতের শাক সবজির। শীতের মরশুমি সবজি বাজারে সাজানো থরে থরে। কিন্তু তাতে হাত ছোঁয়ালেই লাগছে দামের ছেঁকা। অন্য সবজি দূরের কথা মধ্যবিত্ত বাঙালী হেঁশেলে প্রায় নিত্য প্রয়োজনীয় সবজির মর্যাদা পাওয়া আলুর দামও আকাশ ছুঁয়েছে শীতে। যা সাম্প্রতিক কালে নজির বিহীন বলে অনেকে দাবি করছেন।

মাস খানেক আগে চড়া বাজারদরে লাগাম টানতে কার্যত অবলুপ্ত হতে বসা টাস্কফোর্সকে সক্রিয় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃত্রিম মূল্যবৃদ্ধি ঠেকাতে তাঁদের নিয়মিত বাজার পরিদর্শনের নির্দেশ দেন। সেইমত কয়েকদিন বাজারে বাজারে হানা দেন টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। নিজেও শহরের কয়েকটি বাজার পরিদর্শন করেন মমতা। তাতে যে কাজের কাজের কাজ কিছুই হয়নি এখনও বাজারের আগুন দাম তারই প্রমাণ বলে বিরোধীদের অভিযোগ। তাই আরও একবার নিজেদের ব্যর্থতার দায় কেন্দ্রের ওপরে চাপাতে অর্থমন্ত্রীর এদিনের মন্তব্য বলে তাঁরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here