মহানগর ওয়েবডেস্ক: ভারতের প্রথম কোনও বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন। তবে শুধু ফাইনালে উঠেই থেমে যেতে চান না তিনি। বরং এবার ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতাই লক্ষ্য ভারতীয় বক্সার অমিত পাঙ্গালের।
শুক্রবার পুরুষদের ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেন এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত। এর ফলে প্রথম ভারতীয় বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো নিশ্চিত করলেন তিনি। ফাইনালে তাঁর প্রতিপক্ষ অলিম্পিকে সোনাজয়ী উজবেকিস্তানের শাখোবিদিন জইরভ।
গতকাল ম্যাচের পর এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমিত জানান,
‘ফাইনালে উঠে অবশ্যই বেশ ভাল লাগছে। আমি সেমিফাইনালে যার বিরুদ্ধে লড়লাম সে আমার থেকে বেশ লম্বা। কিন্তু আমার শক্তি ওর থেকে বেশি ছিল। ফাইনালে আমার যিনি প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে আমি আগে কখনও খেলিনি। ফলে ফাইনালে নামার আগে ওর লড়াইয়ের ভিডিও দেখে কিছুটা হোমওয়ার্ক করে নেব। রুপো নয়, সোনা জেতাই আমার লক্ষ্য।’
প্রসঙ্গত, চলতি বছরেই ৪৯ কেজি বিভাগ অলিম্পিক থেকে উঠে যাওয়ায় ৫২ কেজি বিভাগে খেলা শুরু করেন অমিত। সেই প্রসঙ্গে তিনি বলেন,
‘আমি বেশ মানিয়ে নিয়েছি। আগে আমার পাঞ্চে পাওয়ারের একটু ঘাটতি হতো। এখন সেটাও আর নেই। আমি আমার লক্ষ্যের দিকেই এগোচ্ছি। তবে এখনও অনেক পথ চলা বাকি।’
উল্লেখ্য, অমিতই একমাত্র ভারতীয় বক্সার যিনি ইউরোপের প্রাচীনতম বক্সিং টুর্নামেন্ট স্ট্র্যান্ডজা মেমোরিয়ালে পরপর দুবার সোনা জিতেছিলেন। ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, আমি এত কিছু পেয়েছি। কিন্তু এসব পাওয়ার জন্য আমায় প্রচণ্ড পরিশ্রমও করতে হয়েছে’, বলেন ভারতীয় নৌসেনার এই সুবেদার।