kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: প্রায় ৭০ বছর ধরে চলে আসা মামলার অবশেষে পরিসমাপ্তি ঘটল শনিবার। ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বিতর্কিত ২.৭৭ একর জমির মালিকানা রামলালারই প্রাপ্য। ফলে ওই স্থানে রাম মন্দির গড়তে আর কোনও বাধা রইল না। একই সঙ্গে মুসলিমদেরও বিকল্প ৫ একর জমি প্রধানের রায়ও দিয়েছে শীর্ষ আদালত। আর এই রায় ঘোষণার পরেই টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পরপর কয়েকটি টুইটে অমিত শাহ লেখেন,

‘শ্রীরাম জন্মভূমি নিয়ে শীর্ষআদালতের এই সর্বসম্মত রায়কে আমি স্বাগত জানাই। আমি সকল ধর্মের মানুষের কাছে আবেদন করব, তাঁরা যেন এই রায়কে খোলা মনে স্বাগত জানিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন এবং এক ভারত-শ্রেষ্ঠ ভারত’ -এর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখেন।’

আরেকটি টুইটে তিনি লেখেন,

‘কয়েক দশক ধরে চলে আসা এই মামলার অবশেষে নিষ্পত্তি হল। এই জন্য আমি ভারতীয় বিচারব্যবস্থাকে অভিনন্দন জানাই। এই আইনি লড়াইয়ে যে সকল মানুষ, সংস্থা, সন্ত সমাজ ও দেশের অসংখ্য মানুষ অংশ নিয়েছিলেন, তাদেরও কৃতজ্ঞতা জানাই।’

অমিত শাহের আশা এই রায় ভারতের অখণ্ডতাকে আরও মজবুত করবে। টুইটে তিনি লেখেন,

‘আমি বিশ্বাস করি শীর্ষ আদালতের এই ঐতিহাসিক রায় ভারতের একতা,অখণ্ডতা ও মহান সংস্কৃতিকে আরও মজবুত করবে।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here