kolkata news

নিজস্ব প্রতিনিধি, দাজিলিং: গোর্খা জনজাতি ইস্যুতে শাহের বক্তব্য ঘিরে উত্তেজনা পাহাড়ে। পুড়ল অমিত শাহ, বিজেপি সাংসদ রাজু সিং বিস্তের কুশপুতুল। নাগরিকত্ব সংশোধনী বিলকে সামনে রেখে গোর্খা জনজাতির উদ্দেশে শাহের মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়াল পাহাড়ে। সুর চড়াল বিনয়পন্থী মোর্চা। প্রতিবাদে পোড়ানো হল অমিত শাহ ও রাজু সিং বিস্তের কুশপুতুল। ওয়াকিবহল মহলের আশঙ্কা ফের একবার অশান্ত হতে চলেছে পাহাড়।

গতকালই ‘ক্যাব’ বিল পাশের সময় অমিত শাহ গোর্খা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ বিনয়পন্থী মোর্চার। সে ক্ষেত্রে নেতৃত্বের অভিযোগ, জেলার সাংসদকে এবিষয়ে দুঃখপ্রকাশ করা উচিত ছিল। যদিও তিনি একবারও তা করেননি। তাঁর মনে রাখা উচিত, গোর্খাদের ভোটেই উনি জয় পেয়েছিলেন। তবে উনি সেটা ভুলে গিয়েছিলেন।

অন্যদিকে, নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতৃত্ব বলেছিলেন, গোর্খাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। কিন্তু তার বাস্তবায়ন নজরে আসছে না। খুবই দুঃখজনক বিষয়। এদিন বিনয়পন্থী মোর্চার সুর চড়ানো দেখে ফের একবার পাহাড় অশান্ত হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here