kolkata bengali news

মহানগর ডেস্ক: নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুরাগীদের উদ্দেশে স্মৃতিচারণ করলেন বলিউড শাহেনশাহ। রবিবার পরিচালক হৃষিকেশ মুখার্জীর ছবি ‘চুপকে চুপকে’ ছবির ৪৬ বছর পূর্তি উপলক্ষে অমিতাভের এই স্মৃতিচারণ। এই ছবিতে অমিতাভ বচ্চন প্রফেসর সুকুমার সিনহার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন তার স্ত্রী জয়া বচ্চন।

১৯৭৫ সালে তৈরি হয়েছিল এই কমেডি ছবি। এই ছবি প্রসঙ্গে অমিতাভ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ হৃষিকেশ মুখার্জি ছবি চুপকে চুপকে আজ ৪৬ বছর পর করল। আপনারা যে বাড়িতে এই শুটিংয়ের ছবি গুলি দেখছেন সেটি পরিচালক এন সি সিপ্পির বাড়ি। আমরা এটা কিনেছিলাম। আবার বিক্রি করে দিয়েছিলাম। পরে আবার এটি কিনে পুনর্নির্মাণ করেছি। এটাই আমাদের বাড়ি ‘ জলসা’। চুপকে চুপকে ছাড়াও এই বাড়িতে আনন্দ, নামক হারাম, সত্তে পে সত্তা ছাড়াও আরও অনেক.. ছবির শুটিং হয়েছে।’

এদিন নিজের টুইটার অ্যাকাউন্টেও কিছু ছবি পোস্ট করেন বিগ বি। প্রথম ছবিটি অমিতাভ বচ্চন এবং পরিচালক হৃষিকেশ মুখার্জির। বাকিগুলি মূলত শুটিং সেটে ক্যামেরার পেছনের দৃশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here