kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকার কোডেলা শিবাপ্রসাদ রাও৷ বেশ কয়েকদিন ধরেে মানসিক অবসাদে ভুগছিলেন রাও৷ তাঁর বয়স হয়েছিল ৭২ বছর৷

অন্ধ্রপ্রদেশের বিধানসভার স্পিকার ছিলেন তিনি৷ তাঁর পরিবার সূত্রে খবর, সোমবার প্রাতঃরাশ সেরে নিজের ঘরে ঢুকেছিলেন শিবপ্রসাদ রাও৷ এরপর আর ঘর থেকে বেরোননি তিনি৷ বেশ কয়েকঘন্টা পেরিয়ে গেলে তাঁর পরিবারের লোকেদের সন্দেহ হয়৷ তারা ডাকাডাকি করলেও মিলছিল না সাড়া৷ শেষপর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকে তার পরিবারের লোকেরা৷ দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে তার দেহ৷ ততক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করে তাঁকে৷

১৯৩৮ সালে টিডিপিতে যোগ দিয়েছিলেন রাও৷ ছবারের বিধায়ক ছিলেন তিনি৷ নারসারাওপেত থেকে পাঁচবার ও সত্য়েনাপল্লি থেকে একবার জয়ী হয়েছিলেন তিনি৷ অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here