Parul

মহানগর ওয়েবডেস্ক : দীর্ঘ ছয় বছর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের। তারপরে দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু আজও সুশান্ত সিং রাজপুতের প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে। তার প্রমাণ বারবার পাওয়া গিয়েছে। গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অঙ্কিতা বেশ কিছু বিস্ফোরক কথা বলেন।

ads

সুশান্ত সিং যে অবসাদে ভুগছিলেন সেটা অস্বীকার করে অঙ্কিতা জানান, ‘ও খুবই প্রাণোচ্ছল ও হাসি খুশি মনের মানুষ ছিলেন। সুশান্ত আর আমি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু মাত্র ১৫ মিনিটের চিন্তাভাবনার পর কীভাবে একজন মানুষ আত্মহত্যা করেন? আর সকলেই বলছেন আরে ওটা তো আত্মহত্যা, ছবিও বাইরে বেড়িয়ে গেল, ভিডিও চলে এলো। আমি যতদূর সুশান্ত কে চিনি ও কিন্তু অবসাদে ভোগার মানুষ নয়। ‘

তিনি আরও জানান, ‘ সুশান্তের মতো মানুষ আমি খুবই কম দেখেছি। ও নিজের স্বপ্নগুলিকে লিখে রাখত, ডায়েরি লিখত। আগামী পাঁচ বছর কি করবে? কীভাবে নিজের জীবন সাজাবে সব লিখত।’

অঙ্কিতা সুশান্তের মৃত্যুর প্রসঙ্গে জানান, ‘ সংবাদটা শুনে আমার অনেকদিন সময় লেগেছিল বিশ্বাস করতে। আমি এটা সবাইকে বারবার জানাতে চাইছি যে সুশান্ত কিন্তু কোনওদিন অবসাদে ভুগতেন না। কষ্ট পেয়ে আত্মহত্যা করবে এমন ছেলে সুশান্ত নয়। ‘

অঙ্কিতার গতকালের সাক্ষাৎকারের পর সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের অন্দরে ধন্দ আরও বেড়ে গিয়েছে। গতকাল অঙ্কিতা আরও জানান, ‘ আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভয়, খারাপ লাগা থাকে, ওর মধ্যেও সেটাই ছিল। কিন্তু অবসাদ ছিল না। ‘

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here