মহানগর ওয়েবডেস্ক: আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলছে মোহনবাগান৷ অ্যাটলেটিকো দি কলকাতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব৷ এটিকে-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সবুজ-মেরুনের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছন৷ বাকি ২০ শতাংশ রয়েছে বাগানের৷
𝙃𝙞𝙨𝙩𝙤𝙧𝙮 𝙘𝙧𝙚𝙖𝙩𝙚𝙙!@ATKFC are the #HeroISL 2019-20 CHAMPIONS 🏆#HeroISLFinal #LetsFootball #TrueLove pic.twitter.com/GfYxm1Vyzu
— Indian Super League (@IndSuperLeague) March 14, 2020
#HeroISL-এ @ATKFC-র ঐতিহাসিক সাফল্যের রূপকাররা কী🎙 বলছেন?
জেনে নিন রয়, ডেভিড, এডু, প্রবীরদের অনুভূতি 👇#HeroISLFinal L #LetsFootballhttps://t.co/cYEZdKNJyM
— Indian Super League (@IndSuperLeague) March 16, 2020
এই মরসুমে যদি মোহনবাগানের দিকে তাকানো হয় দেখা যাবে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার হাত ধরে তারা জিতেছে আই-লিগ৷ অন্যদিকে এটিকে-কে তৃতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন করালেন অ্যান্তোনিও লোপেজ হাবাস৷ এখন প্রশ্ন তাহলে আগামী মরসুমে এটিকে-এমবি’র কোচিং করাবেন কোন স্প্যানিশ? ক্লাবের কর্ণধার গোয়েঙ্কা জানিয়ে দিলেন যে, হাবাসই থাকছেন কোচ হিসাবে৷
Congratulations @Mohun_Bagan for winning their second ever @ILeagueOfficial title, that too with 4 games still in hand 🥇👑👏🏽#indianfootball #ILeague #Mariners pic.twitter.com/jAe0xEaL4j
— AFC (@theafcdotcom) March 11, 2020
গত শনিবার চেন্নাইয়িন এফসিকে ৩-১ গোলে হারিয়ে এটিকে ফের আইএসএস চ্যাম্পিয়ন হয়েছে৷ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে কলকাতা৷ গোয়েঙ্কা বলছেন, “হাবাসই কোচ থাকছেন৷ আমার মনে হয় স্টার কোচদের মধ্যে কোনও একটা ব্যাপার রয়েছে৷ আমরা একসঙ্গে কাজ করলে আবার সফলতা পাব৷”
এই মরসুমেই কিবুর চুক্তি শেষ হচ্ছে বাগানের সঙ্গে৷ বোঝাই যাচ্ছে যে, তাঁর জন্য কোচিংয়ের দরজাটা বন্ধ হতেই চলেছে৷ কিন্তু ভিকুনাকে হয়তো হাবাসের সহকারি হিসাবেও দেখা যেতে পারে৷ কিম্বা এটিকে-এমবি তার জন্য নতুন কোনও দায়িত্বও ভাবতে পারে৷ কারণ গোয়েঙ্কা বলছেন, “ভিকুনাও কিন্তু দারুণ কোচ, দেখা যাক কী হয়৷”