নিজস্ব প্রতিনিধি: আগের লোকসভা ভোটে গুড়-বাতাসা, নকুলদানা দেওয়ার কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তাই নয় বিরোধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি ছিল চড়াম চড়াম ও পাচনের দাওয়াই। এবারের আসন্ন বিধানসভা ভোটে চকোলেট, বিস্কুট ও জল দেওয়ার কথা বলে আবারও বাজার গরম করে দিলেন অনুব্রত। শুধু তাই নয়, এবারের নির্বাচনে ভয়ঙ্কর খেলা হবে বলে আগাম জানিয়ে দিলেন তিনি।
বরাবরই তিনি বিতর্কিত কথা বলে শিরোনামে থাকতে পছন্দ করেন। তাঁর এই ধরনের হেঁয়ালিভরা মন্তব্যে ব্যাপক সমালোচনা হলেও কোনও কিছু গায়ে মাখেন না অনুব্রত। নিত্য নতুন এই ধরনের কথা বলে রাজনীতির ময়দান মাতিয়ে রাখেন তিনি। এবার চকোলেট, জল, বিস্কুট দেওয়ার কথা বলে বিরোধীদের একপ্রকার হুঁশিয়ারি তিনি দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল
রবিবার বীরভূমের মহাম্মদবাজারের কাইজুলি স্কুল মাঠে সভা ছিল তৃণমূলের। সেই সভায় হাজির হন অনুব্রত। বক্তব্য রাখতে গিয়ে স্বমেজাজে ধরা দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, ‘এবারের বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর খেলা হবে। যে যে ধরনের খেলা চাইবে সেই ধরনের খেলা হবে। রাজ্যের সব জায়গায় চলবে এই খেলা। সব জায়গায় চকলেট, বিস্কুট ও জল থাকবে। শুধু তাই নয়, অন্য কিছু চাইলে তারও বন্দোবস্ত থাকবে।‘
ভোট নিয়ে এই ধরনের মন্তব্য করার পর অনুব্রত শনিবার ভিক্টোরিয়ার ‘জয় শ্রীরাম’-কাণ্ড নিয়েও মুখ খোলেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি কোনও সংস্কৃতি জানে না।‘