ডেস্ক: কিছুদিন আগেই তার নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য সরকার। ওয়াই থেকে জেড ক্যাটাগরিতে উত্তীর্ণ করা হয়েছে তার নিরাপত্তা ব্যবস্থাকে। তারপরেও যে তার নিরাপত্তায় বড়সড় গলদ রয়ে গেছে সেটা শনিবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মামুলি এক ট্রাক। তবে দিনের শেষে নিরাপদেই রয়েছেন ‘দিদির’ ভাই কেষ্ট থুড়ি অনুব্রত মণ্ডল।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল শনিবার জেলার রামপুরহাট মহকুমার মুরারুইয়ে গিয়েছিলেন দলের এক কর্মসূচীতে যোগদান করতে। ফেরার পথে রামপুরহাটের কাছে তার কনভয়ে একটি ট্রাক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। তবে অল্পের জন্য হলেও বড় ধাক্কার হাত থেকে বেঁচে যান অনুব্রত। প্রাথমিক ভাবে বিষয়টি দুর্ঘটনা বলে মনে হলেও জেলা পুলিশ প্রশাসন বিষয়টি হালকা ভাবে নিচ্ছে না। ইতিমধ্যেই ট্রাকের চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।