মহানগর ওয়েবডেস্ক: বীরভূমে দুধকুমার মণ্ডলকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে রয়েছেন শতাব্দী রায়৷ গণনা প্রক্রিয়া যত এগিয়েছে, ততই পরিস্কার হয়েছে রাজ্যের পাশাপাশি দেশের গোটা চিত্রটা৷ বোঝা গিয়েছে, ফের একবার কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপি৷ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জেলায় এগিয়ে তৃণমূল৷ নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল বিজেপি ফের ক্ষমতায় ফিরলে তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন৷
এদিন তার একসময়ের বক্তব্য প্রসঙ্গে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়৷ এরপরেই তিনি জানান, ৩৪-৩৫ টি আসন জিতবে তৃণমূল৷ ৩৪ কেন ৪২ কেন নয়? সেই প্রসঙ্গে তিনি বললেন, রাজনীতিতে অনেক কিছুই বলতে হয় তাই তিনিও ৪২ পাবেন বলেছিলেন৷
এখানেই শেষ নয়, মোদী ক্ষমতায় এলে রাজনীতির পাশাপাশি দল ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন কেষ্ট, সেকথাও মনে করিয়ে দেওয়া হলে তিনি জানান, তিনি বলেছিলেন বাবুল নির্বাচনে জিতলে তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন৷ এছাড়া তিনি ফের জানান, রাজনীতিতে এমন অনেক কিছুই অনেক সময় বলতে হয়, মোদী ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, দিয়েছেন না দল ছেড়ে দিয়েছেন, প্রশ্ন অনুব্রতর৷ বিজেপির ক্ষমতায় ওয়াপসির ছবিটা স্পষ্ট হতেই অনুব্রত মণ্ডল বলেন, হিন্দু-মুসলিম ভোট হয়েছে৷ যদিও এখনও কিছুটা সময় বাকি তাই শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করার পরামর্শই দেন তিনি৷