kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: গত সপ্তাহতেই প্রকাশ্যে এসেছে দেব-পাওলি অভিনীত ‘সাঁঝবাতি’র ট্রেলার। মূলত ছক ভাঙা এক সম্পর্ক, রক্তের না হয়েও কীভাবে একজনের আপন হওয়া যায় তার জার্নি ফুটে উঠেছে এই সিনেমার ট্রেলারে। আর গতকাল মুক্তি পায়েছে ‘সাঁঝবাতি’-এর মিউজিক অ্যালবম। গতকাল সন্ধেয় শহরের এক শপিং মলে প্রকাশ্যে এসেছে ‘সাঁঝবাতি’-এর গান। কিছুদিন আগেই এই সিনেমার একটি গান ‘বিসর্জন’ মুক্তি পেয়েছিল, গতকাল ‘সাঁঝবাতি’-এর তিনটি গানই মুক্তি পেয়েছে।

সেই অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন অভিনেতা দেব, পাওলি দাম, লিলি চক্রবর্তী, প্রযোজক অতনু রায় চৌধুরী, সঙ্গীত পরিচালক অনুপম রায়, পরিচালকদ্বয় শৈবাল ব্যানার্জী ও লীনা গঙ্গোপাধ্যায়। তিনটি ভিন্ন স্বাদের গান, তিনজন আলাদা শিল্পীর গলায় উপস্থাপন করিয়েছেন অনুপম রায়। ‘বিসর্জন’ আদ্যোপান্ত ভাসান ডান্স শানের কন্ঠে চাঁদুর অর্থাৎ দেবের নাচ বড়পর্দায় উপহার স্বরূপ পাবেন দর্শকেরা। গতকাল গান লঞ্চের অনুষ্ঠানে যেমনটা আভাস পেয়েছেন অনেকেই। এছাড়াও একটি মানুষের জার্নি তথা একাকীত্ব ও তাঁর কাউকে আকড়ে ধরে রাখা পরিবারের গল্প ও বাড়ির কাহিনী শোনাবে অন্বেষার কণ্ঠে ‘কাগজের নৌকা’। আর দুঃখের গানে ভেসে উঠবে অনুপম রায়ের গলায় ‘ক্ষমা করো’।kolkata bengali news

এই তিন গান ‘সাঁঝবাতি’ সিনেমার মুক্তি পেয়েছে গতকাল। সোশ্যাল মিডিয়াতে আপাতত জনপ্রিয় হয়ে উঠেছে এই সিনেমার গান। শুধুমাত্র সন্তান পালন কিংবা বাড়ির দায়িত্ব পালন করতে গিয়ে যারা বুড়ো হয়ে যায় তাদের প্রতি আমাদের দায়িত্ব কী? এখন সমাজে প্রত্যেক বাড়িতে একটাই সমস্যা, বৃদ্ধ বয়সে বাবা-মায়ের একাকীত্ব। হয়ত ছেলে-মেয়েরা তাদের বাবা-মায়েদের আর্থিক সাহায্যে করেন কেউ আবার করেনা। কিন্তু শুধুমাত্র আর্থিক সাহায্যেই নয় বৃদ্ধ বাবা-মায়ের চায় আরও বেশি কিছু, দুটো ভালোবাসা ও আদর। ঠিক এই সমস্যা নিয়েই এবার নিজেদের নতুন ছবি আনছেন পরিচালকদ্বয় শৈবাল ব্যানার্জী ও লীনা গঙ্গোপাধ্যায়।

dev anupam roy

‘সাঁঝবাতি’-তে মুখ্য চরিত্রে অর্থাৎ চাঁদুর চরিত্রে অভিনয় করছেন দেব ও ফুলির চরিত্রে পাওলি দাম। দু’জনেই পরিচারকের কাজ করেন বৃদ্ধ মহিলা সুলেখার (লিলি চক্রবর্তী) বাড়িতে। তাদের সঙ্গে আর রয়েছেন ছানা দাদু (সৌমিত্র চট্টোপাধ্যায়)। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। অতনু রায় চৌধুরীর ‘বেঙ্গল টকিজ’ ও প্রণব কুমার গুহের প্রযোজনায় চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘সাঁঝবাতি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here