ডেস্ক: আলি জাফার এর বিরুদ্ধে যৌন নির্যাতন- এর ঘটনা নিয়ে অভিযোগ এনেছিলেন পাকিস্তানি অভিনেত্রী-গায়িকা মিশা শামি। নিজেকে মিটু ক্যাম্পেইনের আওতায় এনে তীব্র প্রতিবাদ জানান তিনি। শুধুমাত্র এটাই নয় এর আগেও বহু বলিউডের তারকা অভিনেত্রী এই ‘মিটু’ ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের যৌন হেনস্থার কথা জানান। সেই তালিকায় রয়েছেন দিব্যা দত্ত,বিদ্যা বালন,সাম্মি আন্টি,রাধিকা আপ্তে ইত্যাদি নায়িকারা সেই তালিকায় নাম লিখিয়েছেন। কিন্তু এবারে সেই বিষয় নিয়ে মুখ খুললেন বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি এক অনুষ্ঠানে বলেন যে কোন জায়গায়, এই মত প্রচারণা সফল হলেই তারা যদি শিকার করে নেয়। তারপর লোকেরা শিকারকারী ব্যক্তির সমর্থনে দাঁড়াতে পারে।
প্রত্যেক জায়গায় যৌন নির্যাতন এর ঘটনা ঘটেছে শুধুমাত্র বলিউডে নয়। তাহলে কেন বলিউড নিয়ে লোকের মনে এত শঙ্কা।” তিনি এও বলেন “যখন আমি ১৯-বছর-বয়সী ছিলাম তখন আমি যৌন নির্যাতনের কথা বলেছিলাম কারণ আমি এটার মধ্যে দিয়ে গিয়েছিলাম। যখন আমি এটি সম্পর্কে কথা বলতাম, তখন আমি আমির খানের শোতে গিয়েছিলাম এবং এ সম্পর্কে বলেও ছিলাম।” তিনি আরও বলেন ”আমি এটা সম্পর্কে বললাম না যে হয় না। আমি এটা সম্পর্কে বললাম। আজ, আমি কথা বন্ধ করে দিয়েছি কারণ কেউই আন্দোলনের ব্যাপারে আগ্রহী নন, সবাই শুধু শিরোনামে আসতে চায়।”