ডেস্ক: বছরটা ভালোই কাটছে অনুষ্কা শর্মার। এই বছরেই তিনটি বড় সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। বছরের প্রথমেই নিজের হোম প্রোডাকশনে ‘পারি’ সিনেমা মুক্তি পেয়েছে। তারপরে বছরের মাঝামাঝিতে ‘সুঁই ধাগা’ মুক্তি পায়। এই দুটি সিনেমাতে অনবদ্য অভিনয় করেছেন বিরাট পত্নী। এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমাটি। তিনটি সিনেমাতেই ভিন্ন অবতারে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে। অন্য দিকে একের পর এক গুরুত্বপূর্ণ সিনেমা আছে তাঁর হাতে। সূত্র মারফত জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনশালির সিনেমাতে এবার দেখা যাবে অনুষ্কাকে। সূত্রের খবর, সঞ্জয় তাঁর আগামী সিনেমাতে মুখ্য চরিত্রে চাইছেন অনুষ্কাকে। এই বিষয়ে চিত্রনাট্যও লেখা হয়ে গিয়েছে বলে খবর।
বলিউডে সবাই জানে সঞ্জয়ের সিনেমা মানে পিরিয়ড ধর্মী নয় লার্জার দেন লাইফ। অপরদিকে অন্য ধরনের সিনেমা করতে দেখা যায় অনুষ্কাকে। চলতি বছরেই জানা গিয়েছিল, সলমানকে নিয়ে সিনেমা বানাতে চাইছেন পরিচালক। যদিও সেই কাজ নিয়ে বিস্তারিত জানাননি সঞ্জয়। তবে সূত্র মারফত জানা গিয়েছে, সলমান তাঁর সিনেমাতে অনুষ্কার নাম প্রেফারেন্স করেছেন পরিচালকের কাছে। যদিও অনুষ্কা এখনও অবধি এই খবরের সত্যতা স্বীকার করেননি। সলমানের সঙ্গে বড়পর্দায় ‘সুলতান’ সিনেমাতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। অপরদিকে বলিউডের হিট সিনেমা ‘হাম দিল দে চুকে সানাম’-এর জুটিকে বড়পর্দায় আবারও দেখা যাবে। যদিও এই সিনেমাটি একটি ফ্যামিলি ড্রামা হবে বলেই জানিয়েছেন পরিচালক। ২০১৯ শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। ২০২০ ঈদে মুক্তি পাবে সলমান, অনুষ্কার এই সিনেমাটি।