ডেস্ক: বিয়ের মরশুমে ফের নাম উঠল অনুষ্কা শেট্টি। দেবসেনার বিয়ে নিয়ে এর আগেও তোলপার হয়েছে। কিন্তু সেই জল বেশি দূর গড়ায়নি। এবারেও শোনা যাচ্ছে অনুষ্কা নাকি বছরের শেষে বিয়ে করতে চলেছেন। সূত্র মারফত জানা গিয়েছে অনুষ্কার বাড়ি থেকে বিভিন্ন জায়গায় ছেলে দেখা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়ে অনুষ্কা নিজে কিছুই জানাননি। তিনি আপতত ব্যস্ত আছেন তেলেগু সিনেমা ‘সাইলেন্স’ নিয়ে। তাঁর শেষ অভিনীত সিনেমা ‘ভাগ্যমতী’ বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি।
ইতিমধ্যেই অনুষ্কাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ট্রাভেল করতে। কিছুমাস আগেই ‘বাহুবলি’ সিনেমার মুক্তির পর দেবসেনা ও প্রভাসের প্রেম নিয়ে সোশ্যাল সাইটে এই খবর ছড়িয়ে পরে। এমনকি অনেকে বলেও দেন তাঁরা দুজনেই বিয়ে করবেন খুব তাড়াতাড়ি। কিন্তু তাঁরা বারেবারেই জানিয়েছেন ভালো বন্ধুর বাইরে কিছুই নেই তাঁদের সম্পর্কে। কিন্তু দিন কয়েক আগেই প্রভাসের সিনেমার শুটিং স্পটে হাজির হয়ে গিয়েছিলেন অনুষ্কা। কারণ হিসাবে জানা যায় প্রভাসের হাতে চোট পাওয়ায় দুবাই ছুটে যান তিনি। প্রভাস আপাতত ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘সাহু’ শুটিং নিয়ে।