ডেস্ক: কিছুদিন আগেই মালাইকা আরোরার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছে আরবাজ খানের। এই বিষয়ে কারণ হিসাবে মালাইকা জানিয়েছিলেন যে আরবাজের অতিরিক্ত জুয়াতে আসক্তি। তাই নিজেদের মধ্যে সম্মতিতে ২০১৬ সালে দুজনে আলাদা হয়ে যান। কিন্তু নিজেদের মধ্যে বন্ধুত্বটা বজায় রেখেছেন দুজনে। তাই আরবাজের সঙ্গে প্রায় সময় কাটাতে দেখা যায় মালাইকাকে। কিন্তু হয়ত সেই সম্পর্কেও এবার ছেদ পরতে চলেছে। কারণ সূত্র মারফত জানা গিয়েছে যে আরবাজ খান নাকি বিয়েতে বসতে চলেছেন। বেশ কয়েকদিন আগেই তাঁর নতুন বান্ধবী গিওর্জিয়া আন্দ্রানির সঙ্গে পার্টি করতে দেখা যায় আরবাজকে। ছবিতেই দেখা গিয়েছিল যে দুজনের মধ্যে ভালোই সম্পর্ক গড়ে উঠেছে বেশ।
সূত্র মারফত জানা গিয়েছে যে আরবাজ নাকি এবার বিয়ে করতে চলেছেন গিওর্জিয়াকে। কিন্তু এও জানা গিয়েছে যে খান পরিবার এখনও পর্যন্ত এই সম্পর্কে রাজি নয়। কিন্তু এটা জানা গিয়েছে যে আরবাজের বিয়ের ব্যাপারে খান পরিবারের কোনও সম্মতির প্রয়োজন নেই। কারণ মালাইকার সঙ্গে বিয়েটা কার্যত হাস্যকর বলে মনে করেন তাঁরা। এদিকে আরবাজের বিরুদ্ধে মুম্বই পুলিশ আইপিএলে গড়াপেটা কান্ডে অভিযুক্ত আছেন। সেটি এখন তদন্ত সাপেক্ষ এখন। এদিকে নিজের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন আরবাজ।