kolkata kolkata bengali news, arjun kapoor

মহানগর ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের শিকার কোনও তারকা হননি, এমন সংখ্যা খুব কমই আছে। এবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন অর্জুন কাপুর। নিজের কাজ ছেড়ে অন্যের কাজের প্রশংসা কেন? নেটিজেনের প্রশ্নের জবাবটা খুব শান্তভাবেই দিলেন অভিনেতা। তিনি বলেন, স্বার্থপর নই যে, অন্যের প্রশংসাও করতে হয়। ওই ইউজার বলেন, ‘ভাই তুই তো সবার প্রশংসা করিস, কিন্তু ছবি কী করবি না?’ উত্তরে অর্জুন বলেন, ‘হে রাধা অন্যের প্রশংসা করাও ভালো কাজ। তুমি কাউকে উৎসাহ জোগাচ্ছ, সে তোমার কাজের প্রশংসা করছে। এতে খারাপ কোথায়? সবসময় স্বার্থপরের মতো হলে চলে না। আমি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই বিষয়ে জানা দরকার এবং কে কী কাজ করছে তাঁদের প্রশংসা করাও উচিত।’

তবে এখানেই শেষ নয়, এক নেটিজেন তাঁকে এবং মালাইকাকে নিয়ে বাজে মন্তব্য করতেও ছাড়েননি। বলিউডে নতুন কাপল হচ্ছেন অর্জুন-মালাইকা। তবে দুজনের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রায়শই আক্রমণ করতে থাকেন। এক ইউজার লেখেন, ‘একজন বুড়িকে ডেট করছ। ঠিক যেমন তোমার বাবা শ্রীদেবীকে বিয়ে করেছেন। নিজের থেকে কম বয়সী মেয়েদের তোমারা দুজনেই বেশ পছন্দ কর। তুমি তোমার বাবাকে ঘৃণা কর না?’ আর এরপরেই অর্জুন বলেন, ‘বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। যদি খারাপ থাকত তাহলে সেইসময় তাঁদের পাশে দাঁড়াতাম না। খুব সহজেই কাউকে বিচার করা যায়। কিন্তু কিছু বলার আগে একবার অন্তত ভাবা দরকার।’ অভিনেতার এই মন্তব্যের পরেই সেই ইউজার ক্ষমা চেয়ে নেন। আপাতত অভিনেতা ব্যস্ত আছেন ‘পানিপথ’-এর শ্যুটিংয়ে। বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন। পরিচালনার দায়িত্বে রয়েছেন আশুতোষ গোয়ারিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here