মহানগর ওয়েবডেস্ক: কনটেন্ট ক্রিয়েটার্সরা পাশে থাকলেই পরিচালকদের চিন্তা অনেকটাই কমে যাবে। কীভাবে তারা দর্শকদের প্রেক্ষাগৃহে আনবেন তা আর ভাবতে হবে না, বলে জানান অর্জুন কাপুর। অভিনেতা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক সুবিধে রয়েছে। গল্প, চিত্রনাট্য এবং পরিবেশন সবটাই বেশ ভালো। তবে কনটেন্ট ক্রিয়েটার্সরা থাকলে সবকিছু ঠিক হবে। এখনই তো তাঁদের সময়। তাঁরা থাকলে চলচ্চিত্র নির্মাতাদের আর কোনও চিন্তা করতে হবে না। ভাল গল্প থাকলেই দর্শকেরা নিজেই প্রেক্ষাগৃহে আসবেন।
অর্জুন জানান, ‘কনটেন্ট ক্রিয়েটার্সদের এখনই উপযুক্ত সময়। পরিচালকেরা তাঁদের ব্যবহার করুন। দর্শকরা নিজেই প্রেক্ষাগৃহে ছবি দেখতে আসবেন। আপনাদের কারও চিন্তা করার প্রয়োজন হবে না। অসাধারণ গল্প থাকলে অনেকটাই ভাল হবে। কোনও কিছুতেই আপোষ করলে চলে না। চরিত্র, গল্প ঠিক থাকলেই সমস্তকিছু একেবারে পারফেক্ট। তবে ডিজিটাল প্ল্যাটফর্মকে এর কৃতিত্ব দিতে হবে। কারণ তারা এই মাধ্যমকে সবার সামনে তুলে ধরেছে। ভাবার শক্তি এবং তা সঠিকভাবে করা হলে দর্শকরা হলে আসতে বাধ্য হবেন।’
পরিচালক আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ ছবিতে দেখা যাবে অর্জুন কাপুরকে। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি শ্যানন। অভিনেতা বলেন, ‘আশুতোষ হলেন এমন একজন মানুষ যার ছবি দেখলে আপনি তাঁর প্রেমে পড়তে বাধ্য হবেন এবং গল্পগুলো সব অসাধারণ।’