নিজস্ব প্রতিবেদক, উত্তর চব্বিশ পরগনা: ফের বিতর্কের সৃষ্টি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। উত্তর ২৪ পরগনা জেলার এবিভিপি-র সম্মেলনে ব্যারাকপুর সুকান্ত সদনে এসে তিনি বলেন, পুলিশের কোন জাত নেই। ওরা বজ্জাত। সকালে উঠে পরিস্থিতি দেখে ঠিক করে কী স্লোগান দেবে। একদিন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ নিয়ে এরা স্লোগান দেবে।
এদিন সভা থেকেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, নিজেকে এবং ভাইপোকে বাঁচাতে দিল্লীর দ্বারস্থ মমতা। বাকি ফিরহাদ, শুভেন্দু সব নেতারা বা আই পি এস রাজীব কুমার জেলে গেলে যাক। আক্রমণ শানিয়ে তিনি এও বলেন, কলেজে নির্বাচন ও পুরসভার নির্বাচন উনি করাবেন না। ভয় পান হারার। যদি ওনার ক্ষমতা থাকতো তাহলে উনি বিধানসভা ও লোকসভা নির্বাচনও বাতিল করে দিতেন।