মহানগর ওয়েবডেস্ক: কলকাতার গোয়েন্দা প্রধান তথা প্রাক্তন নগরপাল রাজীব কুমারের প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এবার তাঁর সুরেই সুর মেলালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি সন্দেহ করছেন, রাজীব কুমারকে হত্যা করা হতে পারে। আর সেই হত্যা নাকি করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমনটাই শঙ্কা এই বিজেপি নেতার।
শনিবার বিজেপি দফতরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই বিস্ফোরক বক্তব্য রাখেন অর্জুন সিং। বলেন, ‘উনি আছেন না পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমার তা নিয়েই সন্দেহ আছে। রাজীব কুমার যেভাবে গায়েব হয়ে আছেন একজন আইপিএস এভাবে গায়েব হয়ে থাকতে পারেন না। রাজীব কুমারকে মেরে না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ।’ সন্দেহ অর্জুনের।
হাইকোর্ট রাজীবের রক্ষাকবজ তুলে নেওয়ার পর নিম্ন আদালতে একাধিকবার তাঁর আগাম জামিন রুখে দেওয়া হয়েছে। কলকাতা, সহ একাধিক স্থানে পুলিশের তল্লাশিও চলছে। যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে এবার দেখা মাত্রই রাজীবকে গ্রেফতার করতে পারে সিবিআই। কিন্তু যাকে নিয়ে এত শোরগোল, সেই রাজীবকে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও খুঁজে পাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অবস্থায় প্রাক্তন সিপির প্রসঙ্গ উঠতেই রাজীব কুমারের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন অর্জুন সিং।
একইভাবে শনিবার রাজীবের প্রাণনাশের আশঙ্কা করেছিলেন সোমেন মিত্র। সোমেনের দাবি ছিল, রাজীব কুমার তদন্তকারী সংস্থার সামনে মুখ খুললে অনেক প্রকৃত তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। তাই রাজীব কুমারের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, চাই রাজীব কুমারকে সুস্থ, অক্ষত অবস্থায় অবিলম্বে সিবিআই হেফাজতে গ্রেফতার করা হোক।