ডেস্ক: ভোটের আবহে একদিকে যখন চড়ছে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই সময় বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগণার কাচরাপাড়ার বিবেকানন্দ মার্কেটে ভস্মীভূত হল ৫০ লক্ষ টাকার সম্পত্তি৷ সকালেই ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়৷ এরপরেই মাঠে নামেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থি অর্জুন সিং৷ আশ্বাস দিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের৷ নির্বাচনীর বিধির বিরুদ্ধাচরণ করে এখন সাহায্যের কোনও প্রতিশ্রুতি দিতে না পারলেও দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিলেন৷ ব্যবসায়ী কমিটিগুলিকে তাঁর সঙ্গে দেখা করতে যেতেও বলেন তিনি৷
বৃহস্পতিবার সকালে কাঁচরাপাড়ার বিবেকানন্দ মার্কেটে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৫০ লক্ষ টাকার সামগ্রী৷ অবশেষে চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ বৃহস্পতিবার ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়েল উত্তর ২৪ পরগণার কাঁচড়াপাড়ার বিবেকানন্দ মার্কেট এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পান। এরপর তারা নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন ক্রমশ বড় আকার ধারণ করলে খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শতাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।
অধিকাংশ দোকানে জামা কাপড়, জুতো, পিচবোর্ড জাতীয় সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বড় আকার নিতে শুরু করে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ আগুন লাগে। ৪ ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনলেও ততক্ষনে অন্তত ৫০ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। কিসের থেকে এত বড় আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।
এদিকে কাঁচরাপাড়া অগ্নিকান্ডের ঘটনায় সকালে খবর পেয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছায় বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান সুদামা রায়। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিবেকানন্দ মার্কেট এলাকায়।