kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা৷ জম্মু কাশ্মীরের পুঞ্চে মৃত এক সেনা জওয়ান, আহত ৪৷

মঙ্গলবার সকাল থেকে শান্তই ছিল জম্মু কাশ্মীর৷ তবে বেলা বাড়তেই ফের শোনা গেল গুলির শব্দ৷ সীমান্তের ওপার থেকে ধেয়ে এল গোলা ও ছোট ছোট অস্ত্র৷ সকাল ১১টা নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে শুরু হল পাকসেনার গুলিবর্ষণ৷ তবে চুপ থাকেনি ভারতীয় সেনাও৷ পাল্টা জবাব দেয় তারা৷ দুপক্ষের গুলির লড়াইয়ে শহিদ হন এক সেনা জওয়ান৷ আহত হন ৪ জন৷ গত সপ্তাহেই সংঘর্ষ চুক্তি লঙ্ঘন করেছিল পাক সেনা৷ পাকসেনার গুলিতে শহিদ হয়েছিলেন ল্যান্সনায়ক সন্দীপ থাপা৷ তিনি দেরাদুনের বাসিন্দা ছিলেন৷ সেনা সূত্রে খবর, এদিন কোনওরকম প্ররোচনা ছাড়াই গুলিবর্ষণ করতে শুরু করে পাক সেনা৷

গত সপ্তাহেই পাকিস্তান দাবি করেছিল, তিন পাক সেনার মৃত্যু হয়েছে ভারতীয় সেনার গুলিতে৷ ভারত নাকি সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে৷ এমনকি এই অভিযোগে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে নোটিশও পাঠিয়েছিল পাকিস্তান৷ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল তথা বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়াকে নোটিশ পাঠায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here