নিজস্ব প্রতিবেদন, হাওড়া: অপরাধ রুখতে পুজোর আগে অভিযান চালিয়ে সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে এক দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুরজ শর্মা (২৮) ওরফে টিঙ্কু। ধৃত হাওড়ার জগাছা থানা এলাকার ইছাপুর কামারডাঙা কলোনির বাসিন্দা। শুক্রবার গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ইছাপুর শিয়ালডাঙা বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালায়। সেখানেই গ্রেফতার করা হয় টিঙ্কুকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী ওয়ান শর্টার আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ। ধৃত টিঙ্কু সেই আগ্নেয়াস্ত্রের কোনও প্রমাণ দেখাতে পারেনি। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।