Home Latest News যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে, সমাবর্তনে এসে বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান

যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে, সমাবর্তনে এসে বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান

0
যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে, সমাবর্তনে এসে বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান
Parul

নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: সিধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এসে ভারত সরকারের এয়ার স্ট্রাইক এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন বায়ু সেনাপ্রধান অরূপ রাহা। তিনি বলেন, কোনও দেশই যুদ্ধ চায়না৷ উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করতে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তবে উত্তপ্ত পরিস্থিতি খুব শীঘ্রই শান্ত হয়ে যাবে৷ তিনি আরও বলেন, এটুকু বলতে চাই  জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে টেরোরিস্ট ঘাঁটিতে এয়ার অ্যাটাক করার পর তারপর পরিবেশ আরও খারাপ হয়েছে। যুদ্ধ কোনও দেশের জন্যই ভাল নয়৷ যুদ্ধ বিগ্রহতো আমাদের মূল কথা নয়। পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমকে আরও সংযত থাকার পরামর্শ দেন তিনি৷ তিনি আরও বলেন, সীমান্তে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে সরকারের তরফে এই স্ট্রাইক করা হয়েছে ৷

ভারতের ফরেন সেক্রেটারি এ বিষয়ে বক্তব্য রেখেছেন। এ বিষয়ে নানারকম উস্কানি মূলক মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।   সকলকে জানানো দরকার ছিল, যে এই উগ্রপন্থার মূল উৎস কোথায় এবং  কিভাবে নানা রকম পদক্ষেপ নিয়ে এই উগ্রপন্থী হামলা  বন্ধ করা যায়। তাহলেই এই উপমহাদেশে সহ সমগ্র দক্ষিন এশিয়ায় শান্তি বজায় থাকবে। পুরো বিশ্বে শান্তি ফিরবে, প্রাক্তন বায়ু সেনা প্রধান ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here