kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে মহারাষ্ট্রের নির্বাচন৷ তার আগে নানাভাবে প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের নেতারা৷ আর সেই নির্বাচনী প্রচারে গিয়েই সকলকে চমকে দিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি৷ নির্বাচনী সভায় উত্তাল নাচ করতে দেখা গেল তাঁকে৷

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের পইঠানগেটে নিজের দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম)এর একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন ওয়েইসি। সেখানে জনসভার মঞ্চ থেকে নামার সময় সিঁড়িতে দাঁড়িয়েই নাচতে শুরু করলেন তিনি৷ ওয়াইসির নাচের সেই ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চ থেকে সিঁড়ি ধরে নামছে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি৷ তাঁর হাতের একটি গাঁদা ফুলের মালা৷ পিছনে বাজছে ‘মিয়াঁ ভাই হায়দরাবাদি’ নামক একটি জনপ্রিয় হিন্দি গান। নিজের আবেগকে আর আটকে না রাখতে পেরে উদ্দাম নৃত্য শুরু করেন ওয়েইসি৷

এর আগে নানা গুরুগম্ভীর মন্তব্য করতে দেখা গেছে আসাউদ্দিন ওয়াইসিকে৷ তবে তাঁর এই রূপ দেখে রীতিমত অবাক ওয়েইসি সমর্থকরা৷ যদিও তাঁর দলের দাবি ওয়েইসির নাচের কোনও প্রশ্নই নেই। তাদের দলীয় লোগো ঘুড়ি। দলীয় প্রধান মঞ্চ থেকে নামার সময় ঘুড়ির সুতোয় টান দেওয়ার ইশারা করে দেখাচ্ছিলেন তিনি। গানটি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবেওই ভিডিয়োয় বসিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here