ডেস্ক: বলিউডের ভাইজানের ঝুলিতে ফের উঠে এল অনন্য সম্মান। সূত্রের খবর, ‘বিগ-বস’ সঞ্চালনার জন্য সেরা সঞ্চালকের পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন সলমান। অপরদিকে ‘সেক্রেড গেমসের’ জন্য সেরা পরিচালকের পুরস্কারটি নিজের ঘরে তুলে নিয়েছেন অনুরাগ কাশ্যপ। এশিয়ার মধ্যে কার্যত সেরা হয়েছেন সলমান ও অনুরাগ। দুজনেই তাঁদের স্বক্ষেত্রে সেরা হয়েছেন বলে জানা গিয়েছে। সলমান ও অনুরাগ ছাড়াও ‘সেক্রেড গেমসে’ সেরা সম্পাদনার জন্য পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন আরতি বাজাজ। সেরা কমেডি সিরিজের জন্য পুরস্কৃত হয়েছে ”কুইনস অফ কমেডি”। সেরা ধারাবাহিকের বিচারে শীর্ষে উঠে এসেছেন ”পুরুষ”। সেরা কার্টুন হয়েছে ”লাম্পুট”। তাছাড়াও একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অনেক ধারাবাহিক।
অনুরাগ আপাতত ব্যস্ত তাঁর আগামী ওয়েব সিরিজ, ‘সেক্রেড গেমসের’ দ্বিতীয় পর্ব নিয়ে। তারপরেই আভিষেক বচ্চন ও ঐর্শ্বয্য রায়ের সঙ্গে আগামী সিনেমার কাজ শুরু করবেন অনুরাগ। অপরদিকে বলিউডের ‘সুলতান’ ব্যস্ত আছেন তাঁর আগামী সিনেমা ‘ভারত’ শ্যুটিং নিয়ে। আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমায় সলমান ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি,তাব্বু,জ্যাকি শ্রফ ও সুনীল গ্রুভারকে। আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘ভারত’।