ডেস্ক: বিধানসভা নির্বাচনে যেখানে পাঁচ রাজ্যেই একেবারে মুখ থুবড়ে পড়লেও অসমে কার্যত দৌড়াচ্ছে বিজেপির গেরুয়া বিজয়রথ। অসম পঞ্চায়েত নির্বাচনে একেবারে মাটির কাছে থাকা মানুষের সমর্থন পাচ্ছে গেরুয়া শিবির। বিজেপি যেখানে ১৩১৯ আসনে জয়লাভ করেছে, সেখানে কংগ্রেস পেয়েছে ৬৭১টি আসন। এআইডিইউএফ পেয়েছে ৫৯টি আসন। অসম পঞ্চয়েত নির্বাচনে বিজেপি নেতা দিগন্ত কুমার নাথ বেবেজিয়া গ্রাম পঞ্চায়েত থেকে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন বলে জানা গিয়েছে। নির্বাচন জিতে তিনি বলেন, বিজেপি অসমে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হবে এবং বারবার বিপুল আসন জিতে জয়লাভ করবে। বৃহত্তম পার্টি হিসাবে আবির্ভূত হবে এবং গ্রামীণ নির্বাচনে সর্বোচ্চ আসন জয় করবে।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই নাগরিকপঞ্জি প্রকাশ করে অসম সরকার। তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখা যায় যে, এই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম। এরপরেই মানুষ ক্ষোভে ফেটে পড়েন। এই এনআরসি নিয়ে কেন্দ্রকে বিরোধী দলের তীব্র তোপের মুখে পড়তে হয়েছে। এই মামলা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায়। এরপরেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নাম তোলা যাবে। এরই মাঝে এই সমীক্ষা প্রকাশ হওয়ার পরেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। মূলত পাঁচ রাজ্যে একেবারে ভরাডুবির পর বেশ মুষড়ে পড়েছে গেরুয়া শিবির। কিন্তু অসমে এই ফলাফল কিছুটা হলেও বিজেপির মুখে হাসি ফোটাতে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে এই ফলাফল কতটা প্রভাব ফেলবে তা দেখতেও মুখিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।