kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক:কেশতাওয়ারে ভিড়ে ঠাসা মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ এই ঘটনায় ৩০ জন নিহত হয়েছে৷ আহতের সংখ্যা ১৩৷ এরমধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের কেশতওয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অতিরিক্ত যাত্রী বোঝাই থাকাই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ৷ কেশতওয়ার পুলিশ সুপার শক্তি পাঠক জানান, সোমবার সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ কেশওয়ান পাহাড়ি সিরগওয়ারি অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে৷ ওই মিনি বাসের নম্বর থেকে ১৭/৬৭৮৭৷ এত ভিড় ছিল যে বাস চালক পাহাড়ি অঞ্চলে বাঁক নেওয়ার সময় স্টিয়ারিং সামলাতে পারেননি৷ ফলে একেবারে গভীর খাদে পড়ে যায় বাস৷ পুলিশের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷

জম্মুর থেকে ২৩০ কিলোমিটার কিশতওয়ার৷ কেশওয়ান থেকে কিশতওয়ারে যাচ্ছিল এই যাত্রীবোঝাই মিনিবাস৷ প্রত্যক্ষদর্শী জানায়, ভিড়ের জন্য চালকের ঘাড়ের ওপর যাত্রী উঠে গিয়েছিল ফলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল৷ তবে দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছিল৷ স্থানীয় লোকেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ উদ্ধারের কাজ এখনও চলছে৷ গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে৷

এর আগে ২৭ জুন পুঞ্চে একই ভাবে স্কুল বাস খাদে পড়ে গিয়েছিল৷ সেই দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছিল৷ এদের মধ্যে ৯ জন ছাত্রী ছিল৷ সুরানকোট তেহশিল অঞ্চেলর মুঘল রোডে হয়েছিল৷ পুলিশ জানায়, সপ্তাহে কাজের সময় বাসগুলি অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই এমন সড়ক দুর্ঘটনা ঘটে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here