mijoram news

মহানগর ওয়েবডেস্ক: কোলের শিশুকে প্রকাশ্যে স্তন্যপান করাতে গেলে আজও ইতস্তত বোধ করেন মায়েরা৷ সমাজই যে সেই পরিস্থিতি তৈরি করে তা বলাই বাহুল্য৷ তবে এখন সব ট্যাবু ভাঙার সময় এসেছে৷ তা এবার প্রমাণ করলেন এক অ্যাথলিট মা৷ প্রকাশ্যেই সাত মাসের সন্তানকে স্তন্যপান করালেন মা৷ মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি ৷ আইজলে চলছে মিজোরাম স্টেট গেমস৷ সেখানে নিজের কোলের সন্তানকে প্রকাশ্যে দুগ্ধ পান করান মা৷ ছবিতে দেখা যাচ্ছে লাভেনতুলাঙ্গি নামে ওই খেলোয়াড় নিজের সাত মাসের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন ৷

মিজোরামে ৯ থেকে ১৩ ডিসেম্বর রাজ্য গেমসের আসর বসেছে৷ সেখানে ভলিবল খেলায় বিরতি শুরু হয়৷ বিশ্রাম নেন দুদলের খেলোয়াড়েরা৷ তখনই নিজের সাত মাসের সন্তানকে কোলে তুলে নিলেন মা৷ শুরু করলেন স্তন্যপান করাতে৷ বিরতি শেষ হওয়ার পর আবার তিনি ফিরে গেলেন খেলায়৷ ওই খেলোয়ারের ছবিটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এরপরই তা ভাইরাল হয়ে যায়৷ খেলোয়ার মায়ের সাহসিকতাকে কুর্নিশ জানায় নেটিজেনরা৷ মায়ের এই সাহস দেখে আপ্লুত হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া৷ অ্যাথলিটের জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি৷ সঙ্গে নিজের টুইটার হ্যান্ডেল থেকে ছবিটিও শেয়ার করে মন্ত্রী৷


মা, এটি শুধু শব্দ নয়, এর ব্যপ্তি বৃহত্তর৷ তাই খেলার বিরতিতে প্রকাশ্যে সন্তানকে স্তন্যপান করিয়ে সত্যিই যে তিনি বিপ্লব ঘটালেন তা বলাই যায়৷ এই ঘটনায় তিনি প্রমাণ করলেন সমাজের চেনা ধ্যানধারণাকে সমূলে উত্পাটিত করার সময় এসেছে৷ মা তার সন্তানকে দুধ খাওয়াবেন এ তো প্রাকৃতিক ঘটনা৷ এতে অশ্লীলতা কোনও জায়গা নেই৷ এবার এই সত্য বুঝতে হবে সমাজকে৷ প্রসঙ্গত, কলকাতার ঝাঁ চকচকে সাউথ সিটি মলে প্রকাশ্যে সন্তানকে দুধ খাওয়ানোর ঘটনায় রীতিমত হেনস্থা মুখে পড়তে হয়েছিল সেই মাকে৷ পরে অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হন মল কর্তৃপক্ষ৷ তবে প্রশ্ন উঠছে এমনটা কী কাঙ্ক্ষীত? একেবারেই নয়৷ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন খেলোয়াড় মা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here