ডেস্ক: পুলওয়ামায় আত্মঘাতি জঙ্গি হামলায় শহীদ সিআরপিএফ জওয়ানদের মৃত্যুতে গোটা দেশ ক্ষোভে ফুঁসছিল। জঙ্গিদের যোগ্য জবাব দিতে প্রস্তুতি নিচ্ছিল ভারত। আজ সেই প্রস্তুতি বাস্তবে রূপায়িত হল ভারতীয় বায়ুসেনার ।ভারতীয় বিমান বাহিনী পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাটির ওপর হামলা চালায়। নিকেশ হয় ৩৫০ বেশি জঙ্গি।ধ্বংস হয়ে যায় জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার। উড়ে যায় লস্কর-ই-তৈব, হিজবুল মুজাহিদিনের বেশকিছু ঘাঁটি। ভারতের বিমানহামলায় মারা যায় বেশকিছু প্রথম সারির জঙ্গি, তাদের মধ্যে রয়েছে জইশ জঙ্গি গোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহারের শ্যালক মৌলানা ইউসুফ আজহার।
মঙ্গলবার গ্রামের বাড়ীতে সুদীপের শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার ভোরেই ভারতীয় বিমানবাহিনী যেভাবে পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় বায়ুসেনা। ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে পরিবারের আবেদন সমস্ত জঙ্গী নিকেশ করুক সেনা। তবেই সুদীপের আত্মার শান্তি লাভ হবে।
এদিন, কাশ্মীরে শহীদ সুদীপ বিশ্বাসের শ্রাদ্ধের দিন ভারতীয় বায়ুসেনার জঙ্গি ঘাটি দমনের এই খবর তার বাড়িতে খুশির সংবাদ নিয়ে এসেছে। শ্রাদ্ধের দিন নিতান্তই এই খবর কোনও ছোট নয়। শোকের পরিবেশেও নদীয়ার সুদীপ বিশ্বাসের বাড়িতে একটু হলেও শান্তির আবহাওয়া।