kolkata news

Highlights

  • মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে এক শিশুকে অপহরণের চেষ্টা
  • ওই শিশুর পরিবারের লোকজন অপহরণকারী যুবককে ধরে উত্তমমধ্যম দিতে থাকে
  • ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে ইংরেজবাজার থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে এক শিশুকে অপহরণের চেষ্টা৷ যদিও মেলেনি সাফল্য৷ ওই শিশুর পরিবারের লোকজন অপহরণকারী যুবককে ধরে উত্তমমধ্যম দিতে থাকে৷ ঘটনার খবর জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে ইংরেজবাজার থানার পুলিশ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে৷ গতকাল রাতেই ওই শিশুর পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকার চাটাই মার্কেটের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল৷ বাড়ির বাইরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ফুটপাথে আরও অনেক বাচ্চার সঙ্গে গানের তালে নাচছিল তিন বছরের প্রিয়া৷ হঠাৎ এক যুবক প্রিয়াকে কোলে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে৷ প্রিয়ার মামা ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন৷ পরিবারের লোকজন বুঝতে পারেন, ওই যুবক প্রিয়াকে অপহরণের চেষ্টা করছিল৷ এরপরেই চলতে থাকে গণধোলাই৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রথবাড়ি ফাঁড়ির পুলিশ৷ উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে পুলিশ৷

প্রিয়ার মা রিম্পা দাস জানান, ‘ভাইয়ের বিয়ের বউভাত ছিল৷ আমার মেয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাজনার তালে নাচছিল৷ হঠাৎ এক যুবক মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ মেয়ের কাছে জানতে পারি, মেয়েকে কোলে তুলে মিষ্টি খাওয়ানোর জন্য বাজারে নিয়ে যাওয়ার কথা বলে সে৷ সেই ঘটনা ভাইয়ের নজরে আসতেই, ভাই ওই যুবককে বাধা দেয়৷ পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে৷ সমস্ত ঘটনা জানিয়ে আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবককে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে৷ পুলিশি প্রহরায় তার চিকিৎসা চলছে৷ তবে এখনও সে নিজের পরিচয় পুলিশকে জানায়নি৷ এই ঘটনায় একটি অভিযোগ জমা পড়েছে৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here