মহানগর ওয়েবডেস্ক: কিছুদিন আগেই শোনা গিয়েছিল ইমরান খান এবং অবন্তিকা মালিকের বিচ্ছেদ হতে চলেছে। এই খবরে তোলপাড় হয়ে পড়ে বলিপাড়া। এমনকি অভিনেতার বাড়ি ছেড়ে মেয়ে ইমারাকে নিয়ে বেরিয়ে আসেন অবন্তিকা। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অবন্তিকার মা বন্দনা মালিক। তিনি বলেন, ইমরানের কেরিয়ার খুব একটা ভাল যাচ্ছিল না। তাছাড়াও টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত। জমানো পুঞ্জি সব খরচ করে ফেলেন অভিনেতা। আর এরপরেই স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য হন অবন্তিকা। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘কাট্টি বাট্টি’ ছবিতে। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এরপর থেকে কোনও প্রোজেক্টে দেখা যায়নি তাঁকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত চার বছর ধরে অভিনেতাকে কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। জানা যায়, অভিনয় থেকে সরে পরিচালনার কাজে আসতে চেয়েছিলেন ইমরান। কিন্তু সেখানেও খুব একটা লাভ হয়নি তাঁর। এমনকি ছোটখাটো নাটক করে সংসার চালাতেন অভিনেতা। আর এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হত। অভিনেতার সেরকম কোনও রোজগার না থাকায় তাঁর শ্বশুর বাড়ি দুজনের খরচ জোগাছিল। কিন্তু এমনটা মোটেই পছন্দ ছিল না অবন্তিকার। দীর্ঘদীন ধরে তাঁদের মধ্যে ঝামেলা হচ্ছিল। এরপর ইমরানের বাড়ির ছাড়ার সিদ্ধান্ত নেন অবন্তিকা। মা-বাবার সঙ্গে থাকতে শুরু করেছেন তিনি।