ডেস্ক: ২০১৯, বিজেপি ফিনিশ! আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তার আগেই হাওড়ার ডুমুরজলার তৃণমূল ছাত্রযুব সম্মেলনে বিরোধীদের তুলোধোনা করে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিদায়ী ঘণ্টা বাজানোর ডাক দিয়ে রাখলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই বাংলা সহ রাজস্থানে উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ছে বিজেপি। সেই প্রসঙ্গ আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গেরুয়া শিবিরকে গো-হারা হারানোর আহ্বান জানালেন অভিষেক। এই মুহূর্তে রাজ্যে প্রধান বিরোধী শক্তি যে বিজেপিই তাও সাফ হল যুব সভাপতির ঝাঁঝালো সুরে। একই সঙ্গে মুকুল রায়কেও ‘মেড ইন চায়না চাণক্য’ বলে জোরালো আক্রমণ শানালেন অভিষেক। একনজরে দেখে নিন আজকের সভায় কী বললেন তৃণমূলের যুব সভাপতি…
মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল লোহার মতো, যত মারবেন তত আমাদের উন্নতি হবে এবং শক্তি বাড়বে।
মমতা দূর, মাঠে নেমে তৃণমূলের যুব নেতাদের লড়াই করে দেখাক বিজেপি।
বাইক মিছিল করতে এ রাজ্যে বাইক যোগার করার ক্ষমতা নেই, তারা আসছে ভোট চাইতে।
আসন্ন লোকসভা নির্বাচন ২০১৯, তখনই বিজেপি হবে ফিনিশ।
বিজেপি আমাদের সঙ্গে যতবার লড়বে, ততবার হারবে।
২৮ রাজ্যে মুখ্যমন্ত্রী থাকতে পারে, এ রাজ্যে আসলে কিছুই জুটবেনা।
প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, খবরের কাগজে বিজ্ঞাপন দিন তবে যদি মেলে।
যারা সিপিএম, তারাই বিজেপি। যারা লাল ঝাণ্ডা নিয়ে ঘুরত, তারাই গেরুয়া পাঞ্জাবি গায়ে চাপিয়েছে।
বিজেপির বিদায় ঘণ্টা বাজা শুরু হয়ে গিয়েছে।
গলায় ঝোলানো গামছা চোখের জল মুছতে পরে কাজে আসবে।