ডেস্ক: কতটা সত্যি, কতটা নাটক জানা নেই৷ এখনও কোনও সমীকরণ বোঝার উপায় নেই৷ তবে সম্প্রতি ‘তৃণমূলী ছেলে’ শুভ্রাংশু রায় আর ‘গেরুয়া বাবা’ মুকুল রায়ের মধ্যে ঘরোয়া অশান্তি প্রকাশ্যে আসছে৷ কিছুদিন আগে বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় সাংবাদিক বৈঠক ডেকে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়কে৷ বাবার নাম না করে শুভ্রাংশু বলেছিলেন, ‘কয়েকটা ভুয়ো কাগজ দেখিয়ে আর স্মার্ট ফোনের লোভ দেখিয়ে যদি কেউ মনে করে ভোটে জিতবে, সে ভুল ভাবছে৷ স্মার্ট ফোন দেখিয়ে মোদীর মন জয় করা যায়, বাংলার মানুষের নয়৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন-আছেন-থাকবেন৷’ এবার শুভ্রাংশুকে পাশে বসিয়ে মুকুল রায়কে নজিরবিহীন আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের যুবরাজ বললেন, ‘ভাগাড়ের নেতাদের নিয়ে গিয়ে বাংলার মানুষের কাছে উচ্ছিষ্ট তুলে দিচ্ছে বিজেপি।’ পুরুলিয়ার জঙ্গলমহলে পঞ্চায়েত প্রার্থীর প্রচার সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক যখন এমন কটাক্ষ করছেন, তখন মঞ্চে শুভ্রাংশু৷
ছেলে শুভ্রাংশু একই মঞ্চে থাকলেও একদা দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ মুকুল রায়ের নাম না করে বলেন, ‘আমরা যখন দল থেকে বেছে বেছে পচা-আবর্জনা-জঞ্জালগুলো ফেলে দিচ্ছি, তখন দিলীপ ঘোষরা তাদের যত্ন করে নিজেদের দলে ঠাঁই দিচ্ছে৷ যাচ্ছে।’ আক্রমণাত্মক অভিষেক এখানেই থেকে যাননি, তিনি আরও বলেন, ‘শুধু ভাগাড় থেকে আমাদের ফেলে দেওয়া জঞ্জাল বিজেপি তুলে নিয়েই যাচ্ছে তাই নয়, সেগুলোকে ক্যামিকেল দিয়ে ফ্রিজারে রেখে ফুলিয়ে-ফাঁপিয়ে বাংলার মানুষের কাছে মুখ হিসেবে তুলে ধরছে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল চেহারা। বাংলার মাটিতে বিজেপির সংগঠন বলে কিছু নেই, জঞ্জাল থেকে কিছু অচল আধুলি তুলে দল চালানো যায় না৷’ শুধু অভিষেক নয়, পুরুলিয়ার এই সভায় মুকুল পুত্র শুভ্রাংশুও ছিলেন আক্রমণাত্মক৷ বীজপুরের বিধায়ক তুলোধনা করেন বিজেপিকে৷