Parul

মহানগর ডেস্ক: আত্মহত্যার চেষ্টা করলেন দিল্লির ‘বাবা কা ধাবা’র মালিক কান্তা প্রসাদ। দিন কয়েক আগেই ওই ভদ্রলোকের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অনেক ভীষণ কান্নাকাটি করতে দেখা গিয়েছিল। আর বলতে শোনা গিয়েছিল,’ গৌরব ওয়াসন কোনও চুরি করেনি, আমার ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থী।’ তার কিছুদিন পরই ওই ব্যক্তির আত্মহত্যার ঘটনা বিভিন্ন প্রশ্ন তুলে দিয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

ads

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১:১৫ নাগাদ ধাবার মালিক কান্তা প্রসাদকে হাসপাতলে ভর্তি করা হয়। তাঁর ছেলে পুলিশকে জানিয়েছে, মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলেন ওই ব্যক্তি। তারপর আবার ঘুমের ওষুধ খেয়েছিলেন আত্মহত্যা করার জন্য। তবে, কেন এমন ঘটনা ঘটলে উনি সেই বিষয় কিছু জানা যায়নি। এই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী বাদামী দেবী জানিয়েছেন,গোটা বিষয় তিনি কিছু জানেন না। তিনি সেই সময় ধাবায় ছিলেন।

উল্লেখ্য, গত বছর লকডাউনে গৌরব ওয়াসন নামে এক ইউটিউবার ৮০ বছর বয়সি ওই বৃদ্ধা এবং তার দুঃখের কাহিনী নিয়ে ভিডিয়ো বানিয়েছিলেন। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্য এসেছিল। দোকানে ভিড় উপচে পড়েছিল। এরপর ওই ইউটিউবারের বিরুদ্ধে টাকা চুরি এবং খুনের অভিযোগ এনেছিলেন ওই বৃদ্ধ। পুরানো দোকান ছেড়ে নতুন দোকানও ভাড়া নিয়েছিলেন। কিন্তু তা চালাতে পারেননি বেশিদিন ফিরে এসেছিলেন পুরানো দোকানে। সম্প্রতি এক ভিডিয়োতে অবশ্য এই বিষয় নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। এমনকী ইউটিউবার গৌরবও জানিয়েছিলেন তাঁদের দু’জনের মধ্যে আর কোনও সমস্যা নেই। তবে, এমন ঘটনা কেন ঘটলো সেই প্রশ্নই মাথাচারা দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here