নিজস্ব প্রতিবেদক, আসানসোল: রবিবার বিজেপির বাইক র্যালি চলাকালীন ১২ জন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় বারাবনীতে৷ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ, সোমবার তাদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয়৷ দলের সমর্থকদের এইভাবে গ্রেফতার করায় তীব্র ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এদিন পুলিশকে নির্লজ্জ ‘পোলিটিক্যাল ক্যাডার’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, নিজেদের উর্দির মর্যাদা ভুলে দিয়ে রাজনৈতিক দলের চামচার মতো আচরণ করছে প্রশাসন৷ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে বলেও তিনি জানান৷
পাশাপাশি এইভাবে র্যালি করার জন্য যেভাবে বিজেপি সমর্থকদের গ্রেফতার করা হল তার তীব্র নিন্দায় সরব হয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘নির্লজ্জ বেহায়ার মতো আচরণ করছে রাজ্য সরকার, মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাদের সমর্থকদের গ্রেফতার করছে৷’ এদিন বিজেপির শীর্ষ নেতৃত্বকে টেররিস্টের মতো গ্রেফতার করছে পুলিশ সেই অভিযোগও করেন বাবুল সুপ্রিয়৷ পুলিশের এই আচরণকে ধিক্কার জানান তিনি৷