ডেস্ক: ‘সকাল থেকে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তাতে বিস্মিত হওয়ার কিছু হয়নি, কারন বাংলার সরকার হল নির্লজ্জ সরকার।’ পঞ্চায়েত ভোটে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক হিংসার অভিযোগ এনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন সাংবাদিকদের সামনে বাবুল সুপ্রিয় বলেন, ‘সকাল থেকে একের পর এক যে সমস্ত হিংসার ঘটনা ঘটিয়ে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। এই রাজ্যের সরকার নির্লজ্জ। তাই এদের থেকে কোনও রকম সাংবিধানিক রীতিনীতি আশা করা যায় না। এই হিংসার পরিবর্তে শান্তি ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানাচ্ছি আমি।’
একইসঙ্গে বাবুলের অভিযোগ, ‘পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার জেলায় বুথ দখল করা হয়েছে। শাসকদলের হিংসার জেরে আহত হয়েছেন ২০ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। বুথের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে তৃণমূল। রাজ্যের উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বুথকেন্দ্রের ভিতর ঢুকে মারধর করেছেন বিজেপির এক এজেন্টকে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার জেলায় বুথ দখল করেছে শাসকদল। যেভাবে রাজ্য জুড়ে হিংসা শুরু হয়েছে তা সামাল দিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিৎ।’