ডেস্ক: টাইগার শ্রফ দিশা পাটানি দুই জনপ্রিয় নাম। কাপেলদের তালিকায় তাঁদের রাখা হয় শীর্ষে। এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু তারাই। তাঁরা যে একটা রিলেশনশিপে আছেন সেটা উভয়ে অস্বীকার করেন। কিন্তু দিশা ও টাইগার একে ওপরকে ভালোবাসেন সেটা তাঁরা নিজেরা সিরিয়াস। কিন্তু এখন নেট দুনিয়ায় জেরবার একতাই ঘটনা শুনে। দিশ পাটানি নাকি নিজের বয়ফ্রেন্ড টাইগারকে ভাই বলে সম্বোধন করেছেন। তাহলে তাঁদের রিলেশন শিপের মানে কী? আসল কারন খোলসা করেছেন দিশাই।
নিজেদের আগামী সিনেমা বাঘি-২ নিয়ে প্রচারে ব্যস্ত। সেই রকমই একটি প্রচারে গিয়ে দুজনে একই কালারের অলিভ সবুজ রঙের জামা পড়েছেন। তাতেই হইচই পড়ে গেছে। এই একই জামা পড়ার জন্য টাইগারকে নিজের ভাই বলে ডেকেছেন দিশা। পুরোটাই মজার ছলে। দিশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করার পর ভাইরাল হয়ে যায় কয়েক মূহুর্তের মধ্যেই। সেখানে দুজনকের ছবির মাঝে লেখা আছে ‘ভাই ভাই’ বলে।