bengali news

Highlights

  • খাতায় কলমে তিনি আজও বিজেপি
  • বিজেপির সঙ্গে আজ সেভাবে আর যোগাযোগ নেই বলেই জানে তাঁর ঘনিষ্ঠ মহল
  • ‘রত্নার সঙ্গে একমঞ্চে তিনি আর রাজনীতি করবেন না

মহানগর ওয়েবডেস্ক: খাতায় কলমে তিনি আজও বিজেপি। তবে বিজেপির সঙ্গে আজ সেভাবে আর যোগাযোগ নেই বলেই জানে তাঁর ঘনিষ্ঠ মহল। এদিকে মাঝে মধ্যে উস্কে উঠছে শোভনের তৃণমূল যোগের ইঙ্গিত। সে প্রসঙ্গেই আরও একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘রত্নার সঙ্গে একমঞ্চে তিনি আর রাজনীতি করবেন না।’

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে কিছুদিন আগেই আল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী ইস্তফা দিয়েছিলেন অধ্যক্ষের পদ থেকে। তবে সে ইস্তফা গৃহীত হয়নি শিক্ষামন্ত্রীর কাছে। এদিকে সরকারের বিভিন্ন দফতর থেকে তাঁর কাছে যাচ্ছে একের পর এক চিঠি। সে প্রসঙ্গেই মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। টানা প্রায় দেড় ঘণ্টা পার্থর সঙ্গে বৈঠক হয় তাঁর। পুরভোটের আগে বৈশাখীর এহেন বৈঠকে উস্কে ওঠে শোভনের তৃণমূল যোগের সম্ভাবনা। পাশাপাশি, শোভনকে সামনে রেখে আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপি লড়বে বলে যে খবর চাউর হয়েছিল তা নিয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে মানুষের মনে। যথারীতি পার্থর বাড়ি থেকে বের হওয়ার পর এমন একাধিক প্রশ্নই আছড়ে পড়ে বৈশাখীর সামনে। তার উত্তর অবশ্য বেশ সহজ ভাবেই দিলেন বৈশাখী। শোভনকে হাতিয়ার করে বিজেপি যে পুরভোটে লড়ছে এ প্রসঙ্গে বৈশাখী বলেন, ‘বিজেপি নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে কথা যে হয়নি তা বলব না। তবে আলোচনা মানেই সিদ্ধান্ত নয়।’

পাশাপাশি শোভনের তৃণমূল যোগ নিয়ে সংবাদমাধ্যমে বহুদিন ধরে যে গুঞ্জন চলছিল সে প্রসঙ্গে মুখ খুলে বৈশাখীর দাবি, ‘শোভন দা তৃণমূলে ফিরবেন কি না সেটা উনিই ঠিক করবেন।’ তবে ১৩১ নম্বর ওয়ার্ডে বর্তমানে তৃণমূলের মুখ শোভন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সে প্রসঙ্গে শোভনের দাবি, ‘এবিষয়ে শোভনদার অবস্থান বেশ স্পষ্ট। এবং তৃণমূল নেত্রীকে সেটা জানিয়েও দিয়েছেন তিনি। রত্নার সঙ্গে একমঞ্চে তিনি কখনই রাজনীতি করবেন না।’ এদিকে বৈশাখী-পার্থ সাক্ষাৎ ও শোভনের তৃণমূল যোগের সম্ভাবনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে রত্না দেবী বলেন, ‘শোভনবাবুর যা অবস্থা হয়েছে তাতে এখন তিনি তৃণমূলে এলেন কী গেলেন তাতে দলের কিছু আসে যায় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here