kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ক্রিকেট মাঝে এমন সব মজার ঘটনা একেক সময়, যে সেগুলোর বর্ণনা দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পরে। অথচ তা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের এক ম্যাচে। ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটে লেগে স্লিপের ফিল্ডারের নাগাল পেরিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায় বল, অথচ দেখা যায় দৌড়েই চলেছেন ব্যাটসম্যান। এই ঘটনার ভিডিও সামনে আসতেই হাসির রোল নেট দুনিয়ায়।

আরও মজার ব্যাপার একজন ব্যাটসম্যান যখন রান নিয়েই চলেছেন, তখন অন্য ব্যাটসম্যান কিন্তু ঘটনাটি দেখে রান নেওয়া থামিয়ে দিয়েছেন। এই ঘটনায় হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকাররাও। একজন ধারাভাষ্যকার বলেন, ‘আপনি কখনই এর জন্য চার রানের বেশি কিন্তু পাবেন না।’

অন্য ধারাভাষ্যকার আবার বলেন, ‘আপনি মোট আট রান করলেন। কিন্তু বল একবার বাউন্ডারি লাইন পেরিয়ে গেলে, খেলা সেখানেই থামাতে হয়। ‘

উল্লেখ্য, ভারতের রঞ্জি ট্রফির মতই অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট হল শেফিল্ড শিল্ড। এই প্রতিযোগিতায় ছ’টি টিম অংশ নেয়। এরা হল ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here